৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব ইমাম মোসারফের ভাইবা অভিজ্ঞতা
১৫ জানুয়ারি, ২০২৩
বোর্ড: এস এম গোলাম ফারুক স্যার
নাম : ইমাম মোসারফ
সুপারিশপ্রাপ্ত ক্যাডার: এডমিনিস্ট্রেশন
সিরিয়াল: ১ম
সময়: ২২-২৫ মিনিট
ক্যাম্পাস : IUT
সেশন: ২০১৫-১৬
চয়েস: Foreign Affairs , Administration, Customs,...
Me: May I come in sir?
সালাম দিলাম। বসলাম।
Chairman:: job এর জয়েনিং কবে জিজ্ঞেস করলেন। প্রথম চয়েস জিজ্ঞেস করলেন।
Me: answered.
C: What is the uniqueness of UN Charter?
Me: Sorry sir.
C: What are the factors of Econimic Diplomacy?
Me: (tried to answer but due to the lack of solid knowledge couldn’t answer.)
C: When did Bangladesh apply for UN membership?
C: When it became UN member?
C: বাংলাদেশ কত তম সদস্য?
C: UN এর অফিসিয়াল ভাষা কয়টি?
C: What are the basic differences amongst Agreement, Treaty, Convention, Protocols etc.
Me: (tried to explain with my half-assed knowledge learnt from typical guide books. It literally bothered him. It would've been better if I had said sorry rather than bothering him with my answer.)
C: What’s TICFA? Do you know anything about it?
Me : (Since I didn't have in depth knowledge I said sorry)
C: Second choice কী? প্রশাসন। স্থানীয় সরকার নিয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে বলা আছে?
(আরও একটি প্রশ্ন করলেন স্থানীয় সরকার নিয়ে। সরি স্যার বলেছি)
C: Third choice কী? কাস্টমস। Anti Dumping কী?
Me: explained.
C: কোন parameter এর ভিত্তিতে মূল্য কম না বেশি নির্ধারিত হয় Anti Dumping এ?
Me: (couldn't convince him)
C: Non-Tariff Barrier কী?
C: বাংলাদেশ কী GSP সুবিধা পায়?
Me: Answered.
C: UNCTAD full meaning
External 1:: (তিনি আমাকে প্রায় দুই মিনিট ধরে বাইরের কোন বই পড়া রয়েছে কিনা তা নিয়ে ঘাটালেন। পররাষ্ট্র নীতির উপর লিখিত বেশ কিছু বইয়ের উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করলেন তা পড়েছি কিনা। অবশেষে আমাকে জিজ্ঞাসা করলেন আমি পড়াশোনার বাইরে কি নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করি। উত্তর দিলাম যে আমি ACM Programming/Programming Contest করি। এই উত্তর শোনার পর তিনি আর আমাকে বই নিয়ে ঘাটেননি :)) )
তারপর জিজ্ঞাসা করলেন বাংলাদেশ ও পাকিস্তানের ভেতর তুলনামূলক পার্থক্য বর্ণনা করতে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে monetary valueগুলো মেনশন করে।
আমি: (কিভাবে উত্তর করব ভাবতে ভাবতে অন্য প্রশ্ন চলে গেলেন)
Ex-1: ভিয়েতনাম ও বাংলাদেশের মধ্যকার যে দ্বৈরথ চলে তা নিয়ে কি জানি তা বলতে বললেন।
Me: বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যকার পোশাক রপ্তানিতে যে দ্বৈরথ চলে তা উল্লেখ করলাম।
Ex-1: ভিয়েতনাম সম্পর্কে কি জানো? দই মই কি জানো?
Me: দুঃখিত স্যার।
Ex-1: ভারতের জিডিপি কত?
Me: সরি স্যার।
এরপর তিনি আমাকে শ্রীলংকা, পাকিস্তান, মালদ্বীপের জিডিপি জিজ্ঞাসা করলেন।
Me: সরি স্যার।
এরপর তিনি আমাকে বাংলাদেশের জিডিপি জিজ্ঞাসা করলেন।
এখানেও আমি সরি স্যার বললাম। স্যার আমাকে অভয় দিলেন।
Ex-1: ease of doing business এ বাংলাদেশের অবস্থান কততম?
Me: স্যার, তারা সর্বশেষ ২০১৯ সালে এ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের অবস্থান ১৩৮ তম।
Ex-1: এটি তো বাংলাদেশের জন্য খারাপ। বাংলাদেশে foreign investor দের আকর্ষণ করতে হলে তুমি তাদের কি কি বলবে? আস্তে আস্তে তোমার মত করে বল।
Me: (বেশ সময় নিয়ে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করলাম সুন্দর করে)
Ex-1: গণহত্যা সম্পর্কে কি জানো?
Me: স্যার, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাত্রে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙ্গালীদের উপর নির্মমভাবে গণহত্যা চালায়।
Ex-1: তোমার বাবার বাড়ি কোনটা? ওখানে কোথায় গণহত্যা ঘটেছে? পুরো ঘটনাটি বর্ণনা কর।
Me: খুলনা। চুকনগরের গণহত্যার কথা উল্লেখ করলাম। পুরো ঘটনার বর্ণনা শুরু করলাম।
কিছুক্ষণ পর স্যার থামিয়ে দিয়ে external 2 এর নিকট ইঙ্গিত করলেন।
External 2:: ১৯৯২ সালে World Earth Summit এ তিনটি কনভেনশন গৃহীত হয়। কনভেনশন গুলো কি কি?
Me: (sure না থাকায় সরি স্যার বললাম)
Ex-2: Have you heard the name ESCAP? What is the full meaning?
Ex-2: What are the reasons behind Sri Lanka crisis?
Me: (প্রায় তিন মিনিট সময় নিয়ে পুরো ক্রাইসিসটির বর্ণনা দিলাম পয়েন্ট করে করে। পুরো ডেলিভারিটি ইংরেজিতে দিয়েছিলাম। কথা বলা খুবই fluent ও সাবলীল ছিল। কোন জড়তা কাজ করেনি। আমার বলা শেষ করার পরেও স্যার আরো কিছু শুনতে চাচ্ছিলেন। তারপর অন্য প্রশ্ন গেলেন)
Ex-2: What is the position of Bangladesh in world economy?
Ex-2: What is the position of Bangladesh in climate vulnerability?
Ex-2: What do you think who are responsible for climate change?
Me: answered.
(চেয়ারম্যান স্যার সার্টিফিকেট নিয়ে যেতে বললেন। আমি সালাম দিয়ে বের হয়ে আসার সময় external 1 স্যার আমার ভার্সিটির নাম জিজ্ঞেস করলেন। আমি আমার ভার্সিটির নাম উল্লেখ করার পর তিনি ঠিক চিনতে না পারায় চেয়ারম্যান স্যার বললেন যে এটি গাজীপুর বোর্ডবাজারে অবস্থিত। External 2 স্যার উল্লেখ করলেন যে আমি এক্স-ক্যাডেট। উনারা আলোচনা শুরু করলেন এবং আমি সালাম দিয়ে বের হয়ে আসি।)
আমার অবজারভেশন ::
আমার ভাইবার জন্য প্রায় সম্পূর্ণ প্রিপারেশন ছিল analysis based. কিন্তু পুরো ভাইবার অধিকাংশ অংশই ছিল knowledge based. চেয়ারম্যান স্যারের প্রথম পাঁচ ছয়টি প্রশ্নের উত্তরে টানা সরি স্যার বলায় একটু টেনশন তৈরি হওয়াতে কিছু প্রশ্নের উত্তর ভাসা ভাসা জ্ঞান নিয়ে দেয়াতে স্যার বিরক্ত হন। তার থেকে সরি স্যার বলাই উত্তম ছিল সম্ভবত।
তবে অদ্ভুত বিষয় যেটি তা হচ্ছে আমার মাথা অস্বাভাবিক রকমের ঠান্ডা ছিল। মোটেও panicked হইনি।
আমাকে যে তিনটি analytical বা descriptive question ধরা হয়েছে তা খুব সুন্দর ভাবে উত্তর করেছি। বিশেষ করে শ্রীলংকান ক্রাইসিসের ইংরেজি উত্তরটিতে খুব খুশি হয়েছেন।
বোর্ডের এক্সটার্নাল স্যাররা খুবই ফ্রেন্ডলি ছিলেন। চেয়ারম্যান স্যার স্মার্ট ছিলেন।
এই ভাইবা দেয়ার পর প্রায় দুই সপ্তাহ মেজাজ খুবই বিগড়ানো ছিল। যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি bother করেছে তা হলো আংশিক এবং ভুল তথ্য নিয়ে উত্তর করা। বাজারের প্রচলিত বিসিএস এর জন্য লিখিত সাধারণ জ্ঞানের বইগুলো অন্ধের মত অনুসরণ না করে নিজে একটু effort দিয়ে ঘেঁটে ঘেঁটে in details পড়লে in the long run উপকৃত হওয়া যাবে বলে মনে করি।