৪১তম পুলিশ ক্যাডারে ৪র্থ নিশাত বিনতে রায়হানের ভাইবা অভিজ্ঞতা
![]() |
৪১তম পুলিশ ক্যাডারে ৪র্থ নিশাত বিনতে রায়হানের ভাইবা অভিজ্ঞতা |
নিশাত বিনতে রায়হান
সহকারী পুলিশ সুপার (সুপারিশকৃত)
৪১ তম বিসিএস
মেধাক্রম - ৪র্থ
তারিখ -২ ফেব্রুয়ারী,২০২৩
বোর্ড: দেলোয়ার হোসেন স্যার
সিরিয়াল: ৪র্থ
সময়: ১৮-২০ মিনিট
বিশ্ববিদ্যালয়- ঢাকা বিশ্ববিদ্যালয়
চয়েস: পররাষ্ট্র , পুলিশ , প্রশাসন ...
দরজা খুলে চেয়ারের পাশে দাঁড়িয়ে চেয়ারম্যান স্যার কে সালাম দিতে দিতে বাকি দুইজন এক্সটার্নাল স্যার এর দিকে তাকালাম, সবাই সালামের উত্তর দিলেন এবং আমাকে বসতে বললেন।
চেয়ারম্যান স্যার আমার বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট নিজে থেকে পড়ে আমাকে জিজ্ঞেস করলেন ঠিক আছে কিনা| আমি শুধু জি স্যার বলে উত্তর করলাম!
#চেয়ারম্যান স্যার: How do you connect your subject Disaster Management with your first choice?
আমি - আমার সাবজেক্টের কিছু কোর্সএর নাম বলে সেটাকে Climate Change এবং পরিবেশের সাথে মিলিয়ে প্রাসঙ্গিক একটি উত্তর করলাম|
#চেয়ারম্যান স্যার: What is MoFA? Where is the location of MoFA?
আমি- উত্তর করলাম
#চেয়ারম্যান স্যার- What are the desk jobs of MoFA?
আমি- প্ৰশ্নটি ধরতে পারি নি, স্যার কে বললাম - Sir, unfortunately I was unable to get the question.
#চেয়ারম্যান স্যার: ok, no problem. Do you know the main outcome of the COP 26?
আমি - জানাছিল উত্তর করলাম
#চেয়ারম্যান স্যার- We all know about the Russia Ukraine War, kindly tell us, which country should be supported by Bangladesh and why?
আমি- বাংলাদেশের পররাষ্ট্র নীতির সাথে সামঞ্জস্য রেখে দুই দেশকেই মাঝামাঝি রেখে একটা ডিপ্লোম্যাটিক উত্তর করলাম - কিছু কিছু USA বাংলাদেশ এর স্বার্থগত সম্পর্ক, মুক্তিযুদ্ধ ও রাশিয়ার ভূমিকা- এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বলার চেষ্টা করেছিলাম- (স্যার এর রিএকশন তেমন বোঝা গেলো না|)
#চেয়ারম্যান স্যার - How do you explain the Rohingya Issue in the development process of Bangladesh?
আমি- এই প্রশ্নের উত্তরে আমি রোহিঙ্গা ইস্যুকে both challenge and opportunity হিসেবে দেখানোর চেষ্টা করি.
#চেয়ারম্যান স্যার - Kindly explain how Rohingya issue is creating opportunity?
আমি - এই উত্তর করার সময় আমি বলার চেষ্টা করি প্রতিটি সমস্যাই আসলে কোনো না কোনো ভাবে একটা সুযোগ তৈরী করে . রোহিঙ্গ্যা ইস্যুর যেহেতু আশু সমাধান হচ্ছে না কাজেই আমরা নেতিবাচক ভাব থেকে সরে এসে একটু ইতিবাচকভাবেও বিষয়টা দেখতে পারি - মাননীয় প্রধানমন্ত্রী মানবতা প্রদর্শন করে রোহিঙ্গ্যাদের আশ্রয় প্রদান করে যে অভূতপূর্ব মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বাংলাদেশ এর ভাবমূর্তি বিশ্ব দরবারে আরো উজ্জ্বল করেছে- তাছাড়া রোহিংগাদের উন্নয়নে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার অর্থায়ন বাংলাদেশের নাগরিকদের জন্যও বিপুল নতুন কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে এবং পাশাপাশি বেশ কিছু অবকাঠামোগত উন্নয়নও সংগঠিত হয়েছে.
#চেয়ারম্যান স্যার - very good and good points ( এই একটা প্রশ্নের উত্তরে স্যার বেশ খুশি হয়েছেন বলে মনে হয়েছিল ) এক্সটার্নাল স্যার কে বলেন -You can proceed.
*এক্সটার্নাল 1- পুলিশ তোমার দ্বিতীয় পছন্দ কেন মা ? ( স্যার was so cordial, প্রতিটা প্রশ্ন এ উনি আমাকে মা বলে সম্বোধন করেছিলে)
আমি- নিজের মতন উত্তর করলাম - আমার সাবজেক্টটাও মিলিয়ে বলার চেষ্টা করলাম
*এক্সটার্নাল 1- পুলিশ ট্রেইনিং কিন্তু অনেক কঠিন , পারবা তো মা ? ( হেসে বললেন )
আমি - ইনশা আল্লাহ স্যার
*এক্সটার্নাল 1- বাংলাদেশ পুলিশ একাডেমি প্রতিষ্ঠার ইতিহাসটা কি জানা আছে ? না থাকলেও সমস্যা নাই ( Sir was extremely cordial)
আমি - স্যার দুঃখিত ইতিহাস টা সঠিক জানা নেই - কিন্তু আমি জেনে নিবো স্যার|
*এক্সটার্নাল 1- হ্যা জেনে নিও জেনে নিও - ইতিহাস জেনে রাখা খুব জরুরি - এখনকার জেনারেশন ইতিহাস পড়তে চায় না - খালি শর্টকাট খুঁজে ( বলে সবাই একটু হাসলেন )
বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে একটু কথা বলি? ঊনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপট টা বল একটু -
আমি- উত্তর করলাম- কিন্তু বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির বিষয়টা বাদ পরে যায় -
*এক্সটার্নাল 1- এই ঘটনায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে- দেখতো চিন্তা করে মনে পরে কিনা -
আমি - (মনে পারছিলোনা ) নার্ভাস ভাবে একটু হাসলাম -
#চেয়ারম্যান স্যার বললেন -বঙ্গবন্ধু উপাধি নিয়ে কিছু মনে পরে ?
আমি - সাথে সাথে উত্তর করলাম-
*External 1- লিখিত পরীক্ষায় মুক্তিযুদ্ধ নিয়ে কি কি প্রশ্ন ছিল ? মনে আছে ?
আমি - উত্তর করলাম -
*External 1- পুলিশ এর পদক্রম টা বলো - নারী ক্ষমতায়নে নারী পুলিশ এর অবস্থান কেমন ?
আমি - মোটামুটি উত্তর করলাম - খুব বেশি ভালো হয়নি
(এক্সটার্নাল 2 স্যার কে ইশারা করেন )
*External 2- International কিছু সংস্থার নাম বলেন যারা সরাসরি পরিবেশ নিয়ে কাজ করে -
আমি- দুই একটা নাম বললাম - স্যার আরো কয়েকটি শুনতে চাইছিলেন.
*External 2- FIR এর fullform কি ?
আমি - উত্তর করলাম
*এক্সটার্নাল 2- FIR আর GD এর পার্থক্য কি ?
আমি - উত্তর করলাম কিন্তু ভুল হলো
*এক্সটার্নাল 2- ভালো করে জেনে নিবেন - এগুলো ইম্পরট্যান্ট| বাংলাদেশ পুলিশ আইন কত সালে হয় ?
আমি - (ভুলে গিয়েছিলাম ) স্যার এই মুহূর্তে মনে করতে পারছি না দুঃখিত, এটা আমার জানা উচিত ছিল.
#চেয়ারম্যান স্যার আবার আমাকে প্রশ্ন শুরু করলেন - তবে বাংলায় |
#চেয়ারম্যান স্যার - আপনার পুলিশ এ যাওয়ার মোটিভেশন টা Disaster Management Cycle এর সাথে মিলিয়ে বলেন
আমি - উত্তর করলাম
#চেয়ারম্যান স্যার - IPCC এর ফুলফর্ম কি ?
আমি - উত্তর করলাম
#চেয়ারম্যান স্যার - আপনি কক্সবাজার এর এসপি হলে রোহিঙ্গাদের আইনী সহায়তা দেয়ার ইখতিয়ার কেমন হবে ?
আমি - (বেশ ঘাবড়ে গিয়ে ) স্যার উত্তরটা গুছিয়ে বলতে বলতে পারছি না
#চেয়ারম্যান স্যার - ( হেসে ) এলোমেলো করেই বলেন
আমি - (ভাঙা ভাঙা করে বললাম )
*এক্সটার্নাল 2- আপনি সংবিধান এর মূলনীতিগুলো বলেন - আর পুলিশ কোন মন্ত্রণালয়ের অধীনে ?
আমি - উত্তর করলাম
#চেয়ারম্যান স্যার - ঠিক আছে আর প্রশ্ন নাই - আপনি আসতে পারেন
*এক্সটার্নাল 2- শেষ একটা উত্তর দিয়ে যান - carbon Trading কি ?
আমি - (তেমন ভাল উত্তর করতে পারিনি )
#এক্সটার্নাল 2- ঠিক আছে- All the best.
সালাম দিয়ে কাগজগুলো নিয়ে চলে আসলাম.
( ভাইভা দিয়েই আমার মনে হচ্ছিলো টিকে গেলে পুলিশ ক্যাডারেই টিকবো হয়তো , আমার ভাইভা বেশির ভাগটুকু পুলিশ বিষয়ক ছিল )
-আরো ছোটোখাটো কিছু প্রশ্ন করা হয়েছিল যা এই মুহূর্তে মনে নেই - তবে অনেক প্রশ্নের উত্তরই পারি নাই )
-খুবই ফ্রেন্ডলি ভাইভা বোর্ড ছিল - স্যাররা অনেক আন্তরিক ছিলেন