আমার দেখা নয়া চীন বইয়ের গ্রন্থ সমালোচনা

আমার দেখা নয়া চীন বইয়ের গ্রন্থ সমালোচনা
Admin
আমার দেখা নয়া চীন বইয়ের গ্রন্থ সমালোচনা
আমার দেখা নয়া চীন বইয়ের গ্রন্থ সমালোচনা   বিসিএস লিখিত প্রস্তুতি ♦️গ্রন্থ সমালোচনা ♦️ ♦️আমার দেখা নয়া চীন ♦️ '"আমি লেখক নই, আমার ভাষা নাই, তাই সৌন্দর্যটা অনুভব করতে পারছি, কিন্তু গোছাইয়া লেখতে পারি না। পাঠকবৃন্দ আমায় ক্ষমা করবেন।’" এ অকপট স্বীকারোক্তি বাংলাদেশ নামের মহাকাব্যের লেখকের। তিনি রাজনীতির মানুষ, লেখক নন। কিন্তু পাঠকের কাছে তাঁর ক্ষমা চাওয়াটা স্বভাবসিদ্ধ বদান্যতা বৈ অন্য কিছু না, তা যেকোনো পাঠক পড়লেই বুঝতে পারবেন বইটি পড়লে। বলা হচ্ছে ‘আমার দেখা নয়াচীন’ বইটি নিয়ে। যার লেখক শেখ মুজিবুর রহমান। আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির জনক। তাঁর বয়স যখন ৩২, তখন যান চীনে। পরে সেই ভ্রমণবৃত্তান্ত লিখে ফেলেন। তাঁর সেই ভ্রমণের সাত দশক পর বেরোল বইটি। রাজনীতি, অর্থনীতি, বৈষম্য, সামাজিক নানা অনুষঙ্গ, আন্তর্জাতিক সম্পর্ক, মানবিক যোগাযোগ, বিশ্ব বাস্তবতা, স্বকীয়তা বজায় রাখার অনবদ্য প্রয়াস, আর অবশ্যই রসবোধ—সব মিলিয়ে বইটি। আছে অকৃত্রিমতা, যা তাঁর রক্তের ভেতরে মিশে আছে। সারা জীবন যা মানুষের ও দেশের জন্য ন্যায্য বলে মনে করেছেন, তা–ই করেছেন। সেখানে কৃত্রিমতা বাসা বাঁধেনি। এই বইয়েও সেই অকৃত্রিমতার …