Conceptual Issue Political Paradigm Shift
Paradigm আসলে কী?
মনে করেন আপনি, ধারণা করছেন যে, ডোনাল্ড ট্রাম্প একজন বাজে মানুষ। এই যে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আপনার মনে একটি বাজে ধারণা এটিই হচ্ছে Paradigm যার সহজ বাংলা অর্থ দৃষ্টিভঙ্গি।
এখন, আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ওয়াশিংটনের কোন এক রেস্তোরাঁয় গল্প করার সুযোগ পেলেন। গল্প করতে গিয়ে বুঝতে পারলেন লোকটি আসলে সরল এবং উদার মানসিকতা সম্পন্ন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প সম্পর্ক আপনার দৃষ্টিভঙ্গি (paradigm) পরিবর্তন হলো। এই পরিবর্তন হওয়াকেই বলে Paradigm shift (দৃষ্টিভঙ্গিত পরিবর্তন)।
এখন এই পরিবর্তন যদি ব্যক্তিগত হয় তাহলে এটিকে বলা হবে Personal Paradigm shift, এই পরিবর্তন যদি রাজনৈতিক হয় তাহলে এটিকে বলা হবে Political paradigm shift আর অর্থনৈতিক, সাংস্কৃতিক হলে এভাবে নামকরণ করা হবে।
বঙ্গবন্ধুর paradigm shift কে দুই ভাগে ভাগ করা যায়। একটি হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গির পরিবর্তন অন্যটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
প্রতিষ্ঠাকালীন আওয়ামীলীগ ছিলো ধর্মীয় সাম্প্রদায়িকতার ভিত্তিতে প্রতিষ্ঠিত দল। অর্থাৎ সেই সময়ে মুসলিম লীগ ছিলো পূর্ব পাকিস্তানের অভিজাততান্ত্রিক দল। এরই পরিপ্রেক্ষিতে আওয়ামীলীগ ছিলো সাধারণ মানুষের দল কিন্তু ধর্মীয় ভিত্তিতে সাম্প্রদায়িক দল। কেননা আওয়ামী মুসলিম লীগ মুসলিমদের দল হিসেবে প্রতিষ্ঠিত ছিলো।
১৯৫৫ সালে মূলত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়। বঙ্গবন্ধু ১৯৪৬ সালে দিল্লি গমন করেন রাজনৈতিক সম্মেলনে যোগদানের জন্য। মুসলিম লীগের জন্য রাজনীতি করেছেন, পূর্ব পাকিস্তানে সাম্প্রদায়িক আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে সেখানে পদ নিয়েছিলেন কিন্তু তাঁর সব ধ্যান ধারণার পরিবর্তন হয় ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আর তা স্থায়ী হয় যুক্তফ্রন্ট নির্বাচনকে কেন্দ্র করে। ফলশ্রুতিতে সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান যখন অনুধাবন করলেন যে শুধু মুসলিম নয়, বরং মানুষের জন্য রাজনীতি করতে হবে তখন থেকে সাম্প্রদায়িক আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামীলীগ নামকরণ করে তাঁর Cultural Paradigm shift করলেন অসাম্প্রদায়িক চেতনায়।
১৯৬৬ এর ছয়দফাকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন চলে গেলো স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে। অর্থাৎ Cultural Paradigm shift হলো Political paradigm এর দিকে।
স্বাধীন বাংলাদেশে তিনি সকলকে নিয়ে একটি বৈজ্ঞানিক শাসন ব্যবস্থা বাস্তবায়ন করতে চেয়েছিলেন যার নাম দেয়া হয়েছিল "দ্বিতীয় বিপ্লব" (বাকশাল)। তাঁর এই পরিকল্পনা ছিলো অসম্ভব সুন্দর এবং বাস্তবমুখী কিন্তু প্রস্তুতি ছিলো না। ফলে হোচট খেয়েছিলো কিন্তু পশ্চিম পাকিস্তানের শোষণ কিংবা ষড়যন্ত্র তত্ত্বের রাজনীতি থেকে পূর্ব পাকিস্তানের মানুষকে, পূর্ব পাকিস্তানকে স্বাধীন করার যে দৃষ্টিভঙ্গি তিনি পোষণ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন সেই Political Paradigm Shift তাকে ইতিহাসে জায়গা দিয়েছে। ইতিহাসই তাকে বাঁচিয়ে রাখবে।
[বাকশাল কিংবা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব কী এটি ভালো করে বোঝার জন্য দেখতে পারেন হাসান জাহিদ রচিত "বাংলাদেশের ইতিহাস:১৯৭২-৯১" বইটি। ]
© Hasan Zahid