ব্যাংক ভাইবা প্রস্তুতি: যেভাবে যাবেন প্রস্তুতির শিখরে Bank Viva Preparation

ব্যাংক ভাইবা প্রস্তুতি: যেভাবে যাবেন প্রস্তুতির শিখরে Bank Viva Preparation
Admin
ব্যাংক ভাইবা প্রস্তুতি: যেভাবে যাবেন প্রস্তুতির শিখরে Bank Viva Preparation
সমন্বিত ব্যাংক ভাইবা প্রস্তুতি: যেভাবে যাবেন প্রস্তুতির শিখরে  বাংলাদেশে ব্যাংকিং ক্যারিয়ারের সবচেয়ে কাঙ্ক্ষিত ধাপগুলোর একটি হলো ভাইভা বোর্ডে পৌঁছানো। কম্বাইন্ড ব্যাংক অফিসার (জেনারেল)-২১ সার্কুলার ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি, এবং যারা এবার ভাইভার জন্য মনোনীত হয়েছেন, তাদের জন্য রইলো আন্তরিক অভিনন্দন। তবে যারা উত্তীর্ণ হতে পারেননি, তাদের জন্য এটি আত্মমূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটা স্বীকার করতে হবে — আপনি যদি এই ৯০০০ জনের মধ্যেও না থাকেন, তবে প্রস্তুতিতে গুরুতর ঘাটতি আছে, এবং এখনই সেটি নিয়ে কাজ শুরু করা দরকার। এখন আসি মূল আলোচনায় — ভাইভার প্রস্তুতি কীভাবে নেবেন? 🎯 ভাইভার গুরুত্ব কতটুকু? ব্যাংক ভাইভা ২৫ নম্বরের হলেও এটি আপনার চাকরি পাওয়ার চূড়ান্ত ধাপ। ১ নম্বরের জন্য আপনি সোনালী ব্যাংকের মতো হাইলি রিকমেন্ডেড ব্যাংক মিস করতে পারেন, আবার ১ নম্বরের অভাবে চাকরিটাও মিস হতে পারে! তাই প্রস্তুতি না নিয়ে ভাইভা বোর্ডে যাওয়া ঝুঁকিপূর্ণ। 🧾 ভাইবার দিন কী করবেন? 🕘 প্রবেশ সময়: ভাইবার নির্ধারিত সময়ের কমপক্ষে ৩০ মিনিট আগে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে (শাপলা চত্বর) চলে যাবেন। 🚪 প্রব…