বিসিএস প্রিলিমিনারি বাংলা প্রস্তুতি গাইডলাইন | BCS Preliminary Bangla Preparation Guidelines

Admin
বিসিএস প্রিলিমিনারি বাংলা প্রস্তুতি গাইডলাইন | BCS Preliminary Bangla Preparation Guidelines
বিসিএস প্রিলিমিনারি বাংলা প্রস্তুতি গাইডলাইন  (৩৫ নম্বর) বিভাজন: সাহিত্য: ২০ নম্বর ব্যাকরণ: ১৫ নম্বর ১. সাহিত্য (২০ নম্বর) (ক) যুগভিত্তিক বিভাজন: প্রথমেই সাহিত্য পাঠ শুরু করুন যুগ বিভাগের স্পষ্ট ধারণা দিয়ে: প্রাচীন যুগ অন্ধকার যুগ মধ্যযুগ যুগ সন্ধিক্ষণ প্রাকচৈতন্য/চৈতন্য/চৈতন্য-পরবর্তী আধুনিক যুগ (খ) প্রাচীন যুগ: চর্যাপদ - আবিষ্কারের ইতিহাস পদকর্তা (কে কয়টি পদ রচনা করেছেন) অনুবাদক ও টীকাকার (কীর্তিচন্দ্র, প্রবোধচন্দ্র, মুনিদত্ত) ভাষা ও ধর্মমত ৬টি প্রবাদবাক্য সম্ভাব্য প্রশ্ন: কে পদকর্তা নন? (গ) অন্ধকার যুগ: ৩টি সাহিত্যকর্ম: শূন্যপুরাণ প্রাকৃতপৈঙ্গল শেক শুভদায়া (রচয়িতা সহ)। (ঘ) মধ্যযুগ: শ্রীকৃষ্ণকীর্তন: ইতিহাস, বৈশিষ্ট্য, চরিত্র বৈষ্ণব পদাবলি: প্রথম পদকর্তা, উক্তি, বৈশিষ্ট্য মঙ্গলকাব্য: আদি ও শ্রেষ্ঠ কবি, চরিত্র জীবন, নাথ ও মার্সিয়া সাহিত্য গীতিকা সাহিত্য অনুবাদ সাহিত্য ও প্রণয়োপাখ্যান আরাকান রাজসভা পৃষ্ঠপোষক ও গ্রন্থ সম্পর্ক পুঁথি সাহিত্য টিপস: টপ্পা, পাঁচালি ও শাক্ত পদাবলির জনক নিয়ে বিভ্রান্তি দূর করুন। (ঙ) আধুনিক যুগ: প্রথমে পড়ুন: পত্রিকা সাহিত্য ভাষা আন্দোলন/মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ ভ্রমণ কাহিনী ছদ্মনাম ফোর্ট উইলিয়াম কলেজ:…