বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির সম্পূর্ণ গাইডলাইন
বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির সম্পূর্ণ গাইডলাইন সঠিক প্রস্তুতি, দৃঢ় মনোবল এবং নিয়মিত চর্চা—এই তিনটি উপাদানই একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাফল্যের মূল চাবিকাঠি। অনেকের স্বপ্নের চাকরি বিসিএস ক্যাডার হওয়া, আর তার প্রথম ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এই গাইডে আলোচনা করা হলো কীভাবে গোছানোভাবে বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি নিতে হয়। 📌 ১. সিলেবাস বোঝা ও মেনে চলা প্রথম ও প্রধান কাজ হচ্ছে বিসিএস প্রিলিমিনারির সিলেবাস ভালোভাবে বোঝা এবং মেনে চলা। BPSC ওয়েবসাইট থেকে সর্বশেষ সিলেবাস ডাউনলোড করুন প্রিন্ট করে পড়ার টেবিলে টাঙিয়ে রাখুন সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ের প্রস্তুতি নিন 📚 ২. বিষয়ভিত্তিক বইয়ের তালিকা বাংলা ব্যাকরণ : নবম-দশম শ্রেণির ব্যাকরণ (নতুন ও পুরাতন সংস্করণ) সাহিত্য : ‘অগ্রদূত’ বা ‘সাহিত্য জিজ্ঞাসা’ (সৌমিত্র শেখর) ইংরেজি Grammer : English Tutor / Master Literature : A Handbook on English Literature গণিত ও যুক্তি Math : Math Cocktail Mental Ability : Khairul’s Mental Ability (প্রিলি ও লিখিত উভয়ের জন্য) সাধারণ বিজ্ঞান George’s MP3: দৈনন্দিন বিজ্ঞান কম্পিউটার ও আইসিটি Alal’s Computer Hour বাংলাদেশ বিষয়াবলি G…