একজন বিসিএস ক্যাডারের বেতন কত ! BCS Cadres Salary

একজন বিসিএস ক্যাডারের বেতন কত ! BCS Cadres Salary
Admin
একজন বিসিএস ক্যাডারের বেতন কত ! BCS Cadres Salary
একজন বিসিএস ক্যাডারের বেতন কত ! BCS Cadres Salary যখন নতুন নতুন বিসিএস প্রস্তুতি শুরু করতেছেন তখন আপনার মনে প্রশ্ন জন্মাতেই পারে,একজন বিসিএস ক্যাডারের বেতন কত ? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিসিএস ক্যাডারদের বেতন হয় ৯ম গ্রেডে। ৯ম গ্রেডের মূল বেতন বা বেসিক (basic) হচ্ছে ২২ হাজার টাকা তবে ক্যাডারগণ শুরুতেই একটি এনক্রিমেন্ট (মূল বেতনের ৫%) পান তাই তারা বেতন পান ২৩,১০০ টাকা। এখানেই শেষ নয় Technical cadre যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষি ক্যাডার বা সাধারণ শিক্ষা ক্যাডারদের অনার্স বা মাস্টার্সে যদি প্রথম শ্রেণি থাকে তাহলে আরও একটি ইনক্রিমেন্ট পেয়ে সেটা দাঁড়ায় ২৪,২৫৫ টাকা তবে রাউন্ড আপ হিসাবে ২৪,২৬০ টাকা প্রদান করা হয়।  যদি তাদের দুইটিতেই দ্বিতীয় শ্রেণি থাকে তাহলে তারা ১টি ইনক্রিমেন্ট পাবেন। এমনকি যথেষ্ট প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকলে বিসিএস ক্যডার ডাক্তারগণ ২৫,০০০ টাকা বেসিক অর্থাৎ তিনটি ইনক্রিমেন্টও পেতে পারেন। তবে এটা মূল বেতন বা বেসিক (Basic Salary); এর সাথে যুক্ত হবে বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতা। বাড়ি ভাড়া পোস্টিং এর উপর নির্ভর করে। একটি ইনক্রিমেন্টের …