৪১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১১তম জনাব সোপান তালুকদারের ভাইবা অভিজ্ঞতা
- প্রার্থী: সোপান তালুকদার
- সুপারিশ প্রাপ্তঃ পররাষ্ট্র ক্যাডার (মেরিট পজিশন ১১)
- বোর্ড ঃ ফয়েজ আহম্মদ স্যার
- তারিখ ঃ ০৫/০৩/২০২৩
- পছন্দক্রম ঃ পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ
- সময় ঃ ১৫ মিনিটের মত।
চেয়ারম্যান স্যারঃ
✓কী করছেন এখন?
✓কবে জয়েন করেছেন?
✓বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়েছেন?
✓কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী থেকে
ছোট ছোট কয়েকটি প্রশ্ন ( সবগুলো উত্তর দিতে পারিনি)
✓"অসমাপ্ত আত্মজীবনী" এর কোন ঘটনা টা আপনার মনে
দাগ কেটেছিলো?
✓"আমার দেখা নয়া চীন" এ বঙ্গবন্ধু কী দেখে মুগ্ধ
হয়েছিলেন?
✓ উইলিয়াম শেক্সপীয়ার কার লেখা দ্বারা অনুপ্রাণিত
হয়েছিলেন?
✓ইংরেজিতে সনেটের ফাদার বলা হয় কাকে?
এক্সটার্নাল ১ঃ
✓বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতার জন্য সারা জীবন উৎসর্গ
করেছেন। ব্যাখ্যা করুন।
২/৩ মিনিট বলার পর থামিয়ে দিয়েছেন।
✓Have you found any regional leader like our father
of the nation in history at whose fingertips millions of people have shed such blood for freedom?
এক্সটার্নাল ২ঃ
✓বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় কেনো?
✓রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির কী
সমস্যা হচ্ছে?
✓সরকার এ সমস্যা উত্তরণে কী কী উদ্যোগ নিয়েছে?
✓এ সমস্যা সমাধানে আপনি কী ধরনের সুপারিশ করবেন?
(উত্তরটা বেশ গুছিয়ে সময় নিয়ে দিয়েছিলাম)
চেয়ারম্যান স্যার বললেন আপনার ভাইভা শেষ। আপনি আসতে পারেন।
৭০-৮০% প্রশ্নের উত্তর করতে পেরেছিলাম। চেয়ারম্যান স্যার খুব গম্ভীর মানুষ। এক্সপ্রেশন দেন কম।