৪১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১১তম জনাব সোপান তালুকদারের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারে ১১তম জনাব সোপান তালুকদারের ভাইবা অভিজ্ঞতা
Admin

৪১তম বিসিএস পররাষ্ট্র  ক্যাডারে ১১তম জনাব সোপান তালুকদারের ভাইবা অভিজ্ঞতা



৪১তম বিসিএস পররাষ্ট্র  ক্যাডারে ১১তম জনাব সোপান তালুকদারের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস পররাষ্ট্র  ক্যাডারে ১১তম জনাব সোপান তালুকদারের ভাইবা অভিজ্ঞতা


  • প্রার্থী: সোপান তালুকদার
  • সুপারিশ প্রাপ্তঃ পররাষ্ট্র ক্যাডার (মেরিট পজিশন ১১)
  • বোর্ড ঃ ফয়েজ আহম্মদ স্যার
  • তারিখ ঃ ০৫/০৩/২০২৩
  • পছন্দক্রম ঃ পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ
  • সময় ঃ ১৫ মিনিটের মত। 

চেয়ারম্যান স্যারঃ 
✓কী করছেন এখন? 
✓কবে জয়েন করেছেন?
✓বঙ্গবন্ধুর লেখা বইগুলো পড়েছেন?
✓কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী থেকে
   ছোট ছোট কয়েকটি প্রশ্ন ( সবগুলো উত্তর দিতে পারিনি)
✓"অসমাপ্ত আত্মজীবনী" এর কোন ঘটনা টা আপনার মনে 
    দাগ কেটেছিলো?
✓"আমার দেখা নয়া চীন" এ বঙ্গবন্ধু কী দেখে মুগ্ধ 
    হয়েছিলেন? 
✓ উইলিয়াম শেক্সপীয়ার কার লেখা দ্বারা অনুপ্রাণিত  
    হয়েছিলেন?
✓ইংরেজিতে সনেটের ফাদার বলা হয় কাকে? 

এক্সটার্নাল ১ঃ 
✓বঙ্গবন্ধু বাঙালির স্বাধীনতার জন্য সারা জীবন উৎসর্গ
   করেছেন। ব্যাখ্যা করুন। 
   ২/৩ মিনিট বলার পর থামিয়ে দিয়েছেন। 

✓Have you found any regional leader like our father
  of the nation in history at whose fingertips millions of people have shed such blood for freedom? 

এক্সটার্নাল ২ঃ 
✓বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় কেনো?
✓রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অর্থনীতির কী
    সমস্যা হচ্ছে? 
✓সরকার এ সমস্যা উত্তরণে কী কী উদ্যোগ নিয়েছে?  
✓এ সমস্যা সমাধানে আপনি কী ধরনের সুপারিশ করবেন?
   (উত্তরটা বেশ গুছিয়ে সময় নিয়ে দিয়েছিলাম)

চেয়ারম্যান স্যার বললেন আপনার ভাইভা শেষ। আপনি আসতে পারেন। 
৭০-৮০% প্রশ্নের উত্তর করতে পেরেছিলাম। চেয়ারম্যান স্যার খুব গম্ভীর মানুষ। এক্সপ্রেশন দেন কম।