৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা
Admin

৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা



👉প্রার্থী: আজাদ 
তারিখ-১৫/০৫/২০২৩
বোর্ড- কেএম আলী আজম স্যার 
সিরিয়াল- ০৫
সময়- ৩০/৩২ মিনিট

~~সালাম দিয়ে প্রবেশ,স্যার বসতে বললেন 
চে: স্যার নিজেই নাম,ডিপার্টমেন্ট, ভার্সিটি পড়ে বললেনহ, অর্থনীতি অনেক ভালো সাবজেক্ট। রেজাল্ট নিয়ে প্রশংসামূলক কিছু। 
√ম্যাথমেটিক্স,ডিটারমেন্যান্ট ইকোনোমেট্রিকস এসব তো পড়েছেন। 

** এখন কিছু করা হয় নাকি? 
**এটা কোন লেভেলের পদ?
** আপনার কাজ কি?  
---- বলেছি। 
> বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেন নি? আপনারা তো ম্যাথ ভালো পারবেন। কিছুক্ষণ বললেন এটা নিয়ে।
√√ আগের বিসিএস কি অবস্থা 
__বলেছি, স্যার এটাই আমার ১ম বিসিএস ছিল।  

√√চে: এই যে মুদ্রাস্ফিতি হচ্ছে, এটা কমাতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে?  
-- সরকার রাজস্ব নীতির মাধ্যমে তিন উদ্যোগে কাজ করছে। 
১.ব্যয় কমানো
২.কর বৃদ্ধি 
৩. বাজার মূল্য নির্ধারণ পদ্ধতিতে

>>চে: না না আপনি এসব বলবেন কেনো, সুদের হার বৃদ্ধি করে টাকা তুলে নিবে, SLR এসব বলবেন। 
--- আমি বলেছি, স্যার এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, মুদ্রানীতি প্রনয়নের মাধ্যমে করে থাকে। আর সরাসরি সরকার করে থাকে রাজস্ব নীতি প্রনয়ের মাধ্যমে। 
√√CRR কি? SLR কি? 
তারপর তিনি নিজেই বুঝালেন। 
এতো সব করার পরেও সংকট কমছে না। কেনো হচ্ছে না? বৈশ্বিক দাম বৃদ্ধি এসব নিয়ন্ত্রণে কি করা যেতে পেরে।। 
>>-বলেছি আমদানি নিয়ন্ত্রণ করবে।

চে: এর তো নেতিবাচক প্রভাব আছে। অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তারপর Recesion হবে। তারপর কি হবে?  
>>বললাম Depression.. 
√√Spiral inflation কি? 
-বলেছি নেইনি উত্তর
স্যার পরে নিজেই বলেছেন। 
√√Philips Curve কি?  
--Done 

এক্স-১: রেমিট্যান্স এর কি অবস্থা এখন?  
......
১: কেনো কমেছে?  
--- 
কি কি করা যাবে বৃদ্ধিতে?  
--- এখানে অনেকগুলো পয়েন্টের একটা পয়েন্ট বলেছিলাম দেশপ্রেম 
চেয়ারম্যান স্যার পেচাইলো, দেশপ্রেম কি আমার লাভ বাদ দিয়ে করবে নাকি? আমি বেশি পাচ্ছি টাকা কেনো দেশপ্রেম দেখাবো। 
আসলে সরকার পারছে না জনগণকে আকৃষ্ট করতে। নিজেই হুন্ডি নিয়ে অনেক কিছু শুনাইলো। 
সাথে আমিও কিছু যুক্ত করলাম সমাধান হিসেবে।  
চে: দেশপ্রেম,আপনি তো অনেক বৃহৎ সেন্সে বলেছেন, ঠিক আছে নিচ্ছি।  
এক্স-১ : Humanitarian ইসু নিয়ে কিছু বলে জানতে চাইলো?  
--- ভেবেছি রেমিট্যান্স নিয়ে জিগাইছেন। স্যার বললেন রোহিঙ্গা ইসু এটা। 
--- বললাম মিয়ানমারের সাম্প্রতিক উদ্যোগ সফল হবে না কারণগুলো। পশ্চিমা দেশগুলো, ভারত, চায়না সবার অংশগ্রহণ বিষয়টা হাইলাইট করেছি।।  
এক্স-১ : যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আসলে বিভিন্ন সাংকশন দেয়৷ এটার প্রভাব কি?  
---- সামরিক ক্ষেত্রে নিষেধাজ্ঞা,অর্থনৈতিক নিষেধাজ্ঞা আমদানি-রপ্তানি বাধা। 

এক্স-২ : Personel management কি? 
-- সরি স্যার, আমার জানা নেই। ***আপনার চাকুরির সাথে সম্পর্কিত৷ 
- তখন চাকুরি রিলেট করে বলেছি। 
√√ Human resource management কি?  
-- সংস্থাপন বিভাগে কাজ করি, তাই রিক্রুয়েনমেন্ট রিলেট করে বলেছি। জানিনা হয়েছে কিনা। 
√√ পাল্টা প্রশ্ন : Human resource development কি তাহলে।? দুটোই কি একই নাকি তাহলে। চাকুরি সংক্রান্ত নাকি বাইরে।  
--- বললাম, বাইরের এটা।
** Development কিভাবে হয় তাহলে 
---শিক্ষা, ট্রেনিং etc.
√√ চাকুরিজীবীদের কিভাবে ট্রেনিং দিয়ে ডেলেপ করে,এরকম কিছু একটা প্রশ্ন করে ? 
--- Foundation training বলেছি স্যার উত্তর বলে দিয়েছিল, মনে করতে পারছিনা কি যেনো।
√√ গতকাল তো দুইটা নির্বাচন হয়েছে। জানেন তো , কোন কোন দেশে?
>>>>থাই,তুরস্ক
*** এর মধ্যে তুরস্ক নিয়ে বেশ আলোচনা হচ্ছে, কেনো হচ্ছে? 
>>
√√ফলাফল কি এখন?  
>>>
√√ হ্যা ২য় দফা ভোট হবে। ফলাফলের বৈশ্বিক প্রভাব কি হবে।  
--- বললাম দুই পক্ষকে হাইলাইট করে,যুক্তরাষ্ট্র, ন্যাটো,EU etc.
√√ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের পটভূমি কি?  
--- লুজান চুক্তি বলায় স্যার শুনতে চাইলো সামরিক জোট। বললাম ন্যাটো
√√* সম্পর্কের টানাপোড়েনের শুরু কিভাবে তাহলে? 
--- রাশিয়া থেকে S-4000 ক্ষেপণাস্ত্র প্রসঙ্গ নিয়ে আছি। 
√√নির্বাচনের ফলাফলে ভবিষ্যতে কি হতে পারে।  
----- বললাম, oppent জয়ী হলে ধর্ম নিরপেক্ষতা, ইইউ তে যোগদান, বৈশ্বিক অবস্থান কমবে, মুসলিম বিশ্বে শক্ত অবস্থান হারাবে। 
√√ ডলার প্রসঙ্গ চলে আসে। 
*** ডলারের বিপরীত দাড় করাতে চায় একটা জোট, নাম কি? সদস্য কে কে।
--- BRICS
** কে যুক্ত হতে চাচ্ছে? 
-- ইরান বলেছি। স্যার বলছে,ঠিক আছে, সাথে সৌদি যুক্ত হবে। হলে বৈশ্বিক প্রভাব বাড়বে।


 বিসিএস Tax Cadre (২২তম) সুপারিশ প্রাপ্ত