৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা
Admin
৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা 👉প্রার্থী: আজাদ  তারিখ-১৫/০৫/২০২৩ বোর্ড- কেএম আলী আজম স্যার  সিরিয়াল- ০৫ সময়- ৩০/৩২ মিনিট ~~সালাম দিয়ে প্রবেশ,স্যার বসতে বললেন  চে: স্যার নিজেই নাম,ডিপার্টমেন্ট, ভার্সিটি পড়ে বললেনহ, অর্থনীতি অনেক ভালো সাবজেক্ট। রেজাল্ট নিয়ে প্রশংসামূলক কিছু।  √ম্যাথমেটিক্স,ডিটারমেন্যান্ট ইকোনোমেট্রিকস এসব তো পড়েছেন।  ** এখন কিছু করা হয় নাকি?  **এটা কোন লেভেলের পদ? ** আপনার কাজ কি?   ---- বলেছি।  > বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেন নি? আপনারা তো ম্যাথ ভালো পারবেন। কিছুক্ষণ বললেন এটা নিয়ে। √√ আগের বিসিএস কি অবস্থা  __বলেছি, স্যার এটাই আমার ১ম বিসিএস ছিল।   √√চে: এই যে মুদ্রাস্ফিতি হচ্ছে, এটা কমাতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে?   -- সরকার রাজস্ব নীতির মাধ্যমে তিন উদ্যোগে কাজ করছে।  ১.ব্যয় কমানো ২.কর বৃদ্ধি  ৩. বাজার মূল্য নির্ধারণ পদ্ধতিতে >>চে: না না আপনি এসব বলবেন কেনো, সুদের হার বৃদ্ধি করে টাকা তুলে নিবে, SLR এসব বলবেন।  --- আমি বলেছি, স্যার এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, মুদ্রানীতি প্রনয়নের মাধ্যমে করে থাকে। আর সরাসরি সরকার করে থাকে রাজস্ব নীতি প্রনয়ের মাধ্যমে।  √√…