৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস কর ক্যাডার জনাব আজাদের ভাইবা অভিজ্ঞতা 👉প্রার্থী: আজাদ তারিখ-১৫/০৫/২০২৩ বোর্ড- কেএম আলী আজম স্যার সিরিয়াল- ০৫ সময়- ৩০/৩২ মিনিট ~~সালাম দিয়ে প্রবেশ,স্যার বসতে বললেন চে: স্যার নিজেই নাম,ডিপার্টমেন্ট, ভার্সিটি পড়ে বললেনহ, অর্থনীতি অনেক ভালো সাবজেক্ট। রেজাল্ট নিয়ে প্রশংসামূলক কিছু। √ম্যাথমেটিক্স,ডিটারমেন্যান্ট ইকোনোমেট্রিকস এসব তো পড়েছেন। ** এখন কিছু করা হয় নাকি? **এটা কোন লেভেলের পদ? ** আপনার কাজ কি? ---- বলেছি। > বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দেন নি? আপনারা তো ম্যাথ ভালো পারবেন। কিছুক্ষণ বললেন এটা নিয়ে। √√ আগের বিসিএস কি অবস্থা __বলেছি, স্যার এটাই আমার ১ম বিসিএস ছিল। √√চে: এই যে মুদ্রাস্ফিতি হচ্ছে, এটা কমাতে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? -- সরকার রাজস্ব নীতির মাধ্যমে তিন উদ্যোগে কাজ করছে। ১.ব্যয় কমানো ২.কর বৃদ্ধি ৩. বাজার মূল্য নির্ধারণ পদ্ধতিতে >>চে: না না আপনি এসব বলবেন কেনো, সুদের হার বৃদ্ধি করে টাকা তুলে নিবে, SLR এসব বলবেন। --- আমি বলেছি, স্যার এগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, মুদ্রানীতি প্রনয়নের মাধ্যমে করে থাকে। আর সরাসরি সরকার করে থাকে রাজস্ব নীতি প্রনয়ের মাধ্যমে। √√…