৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা
Admin

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা


প্রার্থী: রুনা আক্তার
বোর্ড: উত্তম কুমার সাহা 
সময়: ১৫-১৬ মিনিট 
ফলাফল: প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
বিভাগ: দুর্যোগ ব্যাবস্থাপনা। 

পিএসসি তে দেয়া এটা প্রথম ভাইভা ছিল। এর আগে কয়েকটা ব্যাংকের ভাইভা দিয়ছিলাম। 

সিরিয়াল ছিল প্রায় ২০ জনের মধ্যে ৭/৮ নম্বরে। তবে স্যার প্রত্যেক জনকে ২০-২৫ মিনিট রেখেছে জন্যে অনে দেরি হয়ে গেছিল আমার সিরিয়াল আসতে আসতে। এর মধ্যে নিজেরা কয়েকবার নাস্তা পানি করাতে আরো দেরি হচ্ছিল। ঐদিকে সকালে তেমন কিছু না খেয়ে বেরিয়ে যাওয়াও অনেক অনেক ক্ষিদা পেয়ে গেছিল ততক্ষণে। অবশেষে ১.৩০ টার পরে আমার সিরিয়াল আসে। 

তো দরজা দিয়ে ঢুকে সালাম দিয়ে চেয়ারে বসতে বললে বসলাম। উত্তম স্যার কিছু আইস ব্রেকিং প্রশ্ন করলেন যেমন নাম কি, কোন ডিপার্টমেন্ট, ভাই বোন কয়জন, কি করে, আমি কত তম এসব। কিন্তু অনেক দ্রুত দ্রুত। অর্থাৎ উনি যাস্ট বলার জনে বলসে যেন আমি ইজি হই, ডিটেইলসে উত্তর আশা করেনি। নইলে আমার সাত ভাইবোন কে কি করে বলতে ১০ মিনিট চলে যেত। তো আমিও এ বিবেচনায় এসব প্রশ্নের উত্তর ও খুব সীমিত দেই। যেমন ৭ ভাইবোনের মধ্যে আমি সবচেয়ে ছোট। এটা বলে থেমে যাই। যদি আবার জিজ্ঞেস করতেন ভাইবোনেরা কি করেন তাহলে ডিটেইলসে বলতাম। দেখলাম যে না উনি আর কিছু জানতে চায়নি। সাথে সাথে এক্সটার্নাল ০১ কে প্রশ্ন করতে বললেন। 

এক্সটার্নাল ০১: 

১. আপনি তো দুর্যোগ ব্যাবস্থাপনায় পড়েছেন, মনে করেন দেশে ১০ নম্বর বিপদ সংকেত চলছে, আপনি একজন ডিসি/প্রশাসন ক্যাডারে কর্মরত হয়ে কি করবেন? 

উত্তর: এরকম প্রশ্নের উত্তর ভালভাবেই রেডি করে গিয়েছিলাম জন্যে খুব গুছিয়ে উত্তর করা শুরু করেছিলাম। একটু পর চেয়ারম্যান স্যার থামিয়ে দিয়ে বলেন "আরে ওর ভালো রেজাল্ট, এসব ডিপার্টমেন্ট এর বিষয় ভালোই পারবে, আপনি কঠিন প্রশ্ন করেন"। 

২. এরপর আউট অফ নো হোয়ার এক্সটার্না ০১ বলে উঠলেন What’s the difference between absolute monarchy and selective monarchy? 

উত্তর: দু:খিত স্যার। এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। কিন্তু অনুমিতি দিলে ধারণা থেকে বলতে পারি। অনুমতি নিয়ে ধারণা থেকে যে উত্তর দিলাম তা অনেক অংশে সঠিক হয়েছিল কিন্তু আমার কনফিডেন্সের অনেক অভাব ছিল। 

৩. এরপর এর ২ টা এক্সামপল দিতে বলল। 

পারলাম না। আবারো সরি বললাম। 

৪. Explain the flag of United Nations 

জানা ছিল উত্তর করলাম। ফ্ল্যাগের মধ্যে অলিভ ব্রাঞ্চ থাকে কেন জিজ্ঞেস করল। বললাম শান্তির প্রতিক হিসেবে। 

৫. What are the official languages of UN 
ছয়টির মধ্যে ৪ টি ভাষা বললাম। রুশ আর আরবি মনে আসছিলনা দেখে স্যরি বলে নিলাম। 

৬. ম্যাজিস্ট্রেচি কয় ধরনের হয়? 

বললাম দুই ধরণের। বলে What's the difference between judicial magistracy and executive magistracy? 

সবচেয়ে কমন প্রশ্নের উত্তর আমি অতটা ভালো দিতে পারিনি। অনেক ধারা বর্ননা করেছিলাম। কিন্তু স্যার জানতে চেয়েছিলেন বাস্তবতার নিরিখে কি পার্থ্যক বিদ্যমান। 

এর মধ্যে এক্সটার্নাল ০২ বলে উঠল How a judicial magistrate got appointed? What is his duty? 

এটার উত্তর ভালো দিলাম। আর বুঝলাম আগের উত্তর টা আশানুরূপ দিতে পারিনি জন্যে এই প্রশ্ন করলেন এটা জানতে যে আমি ২ মেজিস্ট্রেসির পার্থ্যক্যটা ভালো করে বুঝি কিনা। 

এরপর উনি আবার জিজ্ঞেস করলেন Can you be a judicial magistrate? If not, why?

উত্তর করলাম। 

আবারো এক্সটার্নাল ০১: 

৭. ৫ জন নারী মন্ত্রীর নাম বলেন। 

দীপু মনি ছাড়া সবার নাম বললাম। বোর্ড এবার হাসল। কেননা আমার বাড়ি চাদপুর আর আমি উনার নাম ই বাদ দিলাম। 

৮. শেষ প্রশ্ন হিসেবে Good Governance কি জানতে চাইলেন। 

এই উত্তরটা বেশ ছোট এবং ক্লিয়ার করে দিলাম। 

এক্সটার্নাল ০২: 

মেজিস্ট্রেসি নিয়ে আরো কিছুক্ষণ পেচাইল। বুঝলাম এই প্রশ্নের উত্তর উনার পছন্দ হয়নি। 

১. What is Cabinet Minister? 

উত্তর দিতে পারিনাই। একটু ভেবে সুন্দর করে স্যরি বলে দিসি। এরপর বলে এক্সাম্পল দিতে। সেটাও পারি ন। 

২. মাঠ পর্যায়ে প্রশাসন ক্যাডারের পদসোপান কি? কাজ কি। 

উত্তর জানা ছিল বিধায় ভালো উত্তর করেছি৷ 

বোর্ড চেয়ারম্যান: 

ইংরেজিতে একটা টপিক দিল ৫ মিনিট বলার জন্যে। 

"Whether Capitalism is enough for inclusive Economic growth" 

আড়াই থেকে তিন মিনিট বলেই আমার পয়েন্ট প্রুভ করার ট্রাই করছি। ইংরেজি পরিষ্কার ছিল। আরেকটু আস্তে ধীরে সময় নিয়ে উত্তর করতে পারলে আরো লজিকাল উত্তর করতে পারতাম। 

শেষ প্রশ্ন হিসেবে বলে 

What is the difference between equity and equality? 

এক কথায় সংজ্ঞা বললাম। বলল না। বুঝিয়ে বলেন ব্যাপারটা কি। এরপর উদাহরণসহ একটু ব্যাখ্যা করলাম। 

এরপরো বেশ কিছু প্রশ্ন করেছেন যেমন: ফ্রি সময়ে কি করি। 

বললাম খেলাধুলা করতে পছন্দ করি। পছন্দের খেলা জিজ্ঞেস করায় বললাম ব্যাডমিন্টন আর চেজ। 

দেশের একজন নারী বেডমিন্টন প্লেয়ার এর নাম বলেন। আমি বললাম "কামরুন নাহার ডানা" 

চেয়ারম্যান: উনার সম্পর্কে কি জানেন? কই থেকে শুনেছেন নাম? 

বললাম "স্যার, জানিনা বিশেষ কিছু। আমি নামটা জেনে এসেছি। কিন্তু গুগলে তেমন কোন তথ্য পাইনি। 

চেয়ারম্যান: ভারতের একজন নামকরা ব্যাডমিন্টন প্লেয়ার আছেন এখকার সময়ের তার নাম বলতে পারবেন? 

বললাম স্যার নামটা এই মুহুর্তে মনে পড়ছেনা। কিন্তু উনার সম্পর্কে আমি জানি। 

চেয়ারম্যান: কি জানেনা? 

আমি: উনি সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন বিজেপির হয়ে এবং উনার জীবনের উপর একটা সিনেমা বানানো হচ্ছে। 

(বোর্ড থেকে এক পা বাইরে দিসি আর নাম মনে পড়সে সায়না নেহওয়াল। বার বার খালি সানিয়া মির্জা মনে পড়তেছিল। ভাগ্যিস উনি টেনিস প্লেয়ার এইটাও মনে ছিল নইলে বলেই ফেলতাম 😅) 

চেয়ারম্যান: একজন নারী চেজ প্লেয়ারের নাম বলেন। 
বললাম "রানী হামিদ"। বলে সমসাময়িক কারো নাম বলেন। আমি আবার স্যরি স্যার। 

এরপর চেয়ারম্যা স্যার বলে "একে ছেড়ে দেই"। কাগজপত্র দিতে দিতে বলেন প্রথম ভাইভা? আমি বলি জ্বী স্যার? 
একটু পিছিয়ে এসে সবাইকে আবারো সালাম দিয়ে বের হয়ে গেলাম। 

এই হলো ডিটেইলস ভাইভা অভিজ্ঞতা। লাইব্রেরিতে আমাদের একটা ভাইভা গ্রুপ ছিল যেখানে রেগুলার নিজেরা নিজেরা ভাইভা প্রাক্টিস করতাম। যেকারণে ব্যাসিক এটিকেট এবং ম্যানারে তেমন বড় কোন প্রবলেম ছিলনা। তবে প্রথম ভাইভা হিসেবে একটু স্ট্রেসে ছিলাম ই। আর সেটা কথা বার্তায় কিঞ্চিত প্রকাশ ও পেয়েছিল।  

কোন ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা করে দিবেন। আগের ব্যাচের ভাইভ অভিজ্ঞতা জেনে বোর্ড পরবেশ সম্পর্কে আইডিয়া নিতাম যা বেশ কাজেও দিয়েছে। তাই নিজেও একটু ডিটেইলসে বর্ণনা করলাম।  

আমার জন্যে দোয়া করবেন। আপনাদের সবার জন্যে রইল শুভকামনা।