৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা
Admin
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব রুনা আক্তারের ভাইবা অভিজ্ঞতা প্রার্থী: রুনা আক্তার বোর্ড: উত্তম কুমার সাহা  সময়: ১৫-১৬ মিনিট  ফলাফল: প্রশাসন ক্যাডার (সুপারিশপ্রাপ্ত) বিভাগ: দুর্যোগ ব্যাবস্থাপনা।  পিএসসি তে দেয়া এটা প্রথম ভাইভা ছিল। এর আগে কয়েকটা ব্যাংকের ভাইভা দিয়ছিলাম।  সিরিয়াল ছিল প্রায় ২০ জনের মধ্যে ৭/৮ নম্বরে। তবে স্যার প্রত্যেক জনকে ২০-২৫ মিনিট রেখেছে জন্যে অনে দেরি হয়ে গেছিল আমার সিরিয়াল আসতে আসতে। এর মধ্যে নিজেরা কয়েকবার নাস্তা পানি করাতে আরো দেরি হচ্ছিল। ঐদিকে সকালে তেমন কিছু না খেয়ে বেরিয়ে যাওয়াও অনেক অনেক ক্ষিদা পেয়ে গেছিল ততক্ষণে। অবশেষে ১.৩০ টার পরে আমার সিরিয়াল আসে।  তো দরজা দিয়ে ঢুকে সালাম দিয়ে চেয়ারে বসতে বললে বসলাম। উত্তম স্যার কিছু আইস ব্রেকিং প্রশ্ন করলেন যেমন নাম কি, কোন ডিপার্টমেন্ট, ভাই বোন কয়জন, কি করে, আমি কত তম এসব। কিন্তু অনেক দ্রুত দ্রুত। অর্থাৎ উনি যাস্ট বলার জনে বলসে যেন আমি ইজি হই, ডিটেইলসে উত্তর আশা করেনি। নইলে আমার সাত ভাইবোন কে কি করে বলতে ১০ মিনিট চলে যেত। তো আমিও এ বিবেচনায় এসব প্রশ্নের উত্তর ও খুব সীমিত দেই। যেমন ৭ ভাইবোনের মধ্যে আমি সবচেয়ে ছোট। এটা বলে থেম…