৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা
Admin
৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা নাম: মাসুদ (তথ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত) তারিখ: ১০-০৫-২০২৩ ইং বোর্ড : এস.এম গোলাম ফারুক স্যার  সিরিয়াল: ১ম, সময়: ১৭-১৮মিনিট অনুমতি নিয়ে সালাম দিয়ে বসার পর #চেয়ারম্যান স্যার : - আপনি তো এপিয়ার্ড দিয়ে এপ্লাই করেছেন, পরীক্ষা কবে শেষ হয়েছে?  - এখন কি করছেন? - আপনি প্রশাসন, কাস্টমস, ট্যাক্স, অডিট চয়েস দিয়েছেন, আচ্ছা বলুন তো, বাংলাদেশ কততম অর্থনীতির দেশ? -২০৩০ সালে কততম হবে? (সরি বলেছি)  - কর-জিডিপি অনুপাত কত? -কিভাবে এটা বাড়ানো যায়? -আমাদের ঋণ-জিডিপি অনুপাত কত? (সরি বলেছি)  -What is NIS?  -What is good governance?  -এর উপাদান কি কি?  #এক্স-১ (স্যার): -What is LC? (যেহেতু একটু আগে অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছিল)  - ব্লু ইকোনমি কি? -ব্লু ইকোনমি ও বায়োটেকনোলজি এর মধ্যে পার্থক্য কি? -বায়োটেকনোলজিতে আপনার পঠিত বিষয়ের জ্ঞান কিভাবে কাজে লাগাবেন?  -ইকোসিস্টেম কি? -একটি পুকুরের ইকোসিস্টেমে উৎপাদক কে?  -বর্তমানে জলবায়ু পরিবর্তন নিয়ে এতো কথা হচ্ছে কেন? -বর্তমানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? (গতানুগতিক কারণগুলো বলতে শুরু করায়) প্রশ্ন,  -সম্প্রতি ৩/৪দিন এর মধ্যে তাপমাত্…