৪১তম বিসিএস কর ক্যাডার জনাব সাইফুল হকের বিসিএস ভাইভার প্রস্তুতি দিকনির্দেশনা | BCS Viva Preparation Complete Guidelines
৪১তম বিসিএস কর ক্যাডার জনাব সাইফুল হকের বিসিএস ভাইভার প্রস্তুতি দিকনির্দেশনা | BCS Viva Preparation Complete Guidelines বিসিএস ভাইভাতে কোন ধরাবাঁধা সিলেবাস নেই। তাই বোর্ড যেকোনো বিষয় থেকেই প্রশ্ন করতে পারে সেই মানসিক প্রস্তুতি রাখতে হবে। কিন্তু তাই বলে তো নিজের প্রস্তুতিতে ঘাটতি রাখা যাবে না। সম্ভাব্য যেসব দিক থেকে প্রশ্ন আসতে পারে সেসব ডিফেন্ড করার মত প্রস্তুতি নিয়েই ভাইভা ফেস করতে হবে। বিসিএস ভাইভা প্রস্তুতি মূলত ফার্স্ট চয়েজ কেন্দ্রিক হয়। আমার ফার্স্ট চয়েজ যেহেতু ফরেন এফেয়ার্স ছিল আমি যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম তা শেয়ার করছি- ১। নিজ জেলা, উপজেলার বিস্তারিত ইতিহাস: এই সেগমেন্টে জেলা-উপজেলার নামকরণ, বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা, ঐতিহাসিক ঘটনা, মুক্তিযুদ্ধের সাথে জেলার সম্পর্কিত ইতিহাস, জেলার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণের নাম, কুখ্যাত যুদ্ধাপরাধীদের নাম, নিজ উপজেলার সংসদীয় আসন এবং নির্বাচনসমূহের ইতিহাস এসব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করেছি। এক্ষেত্রে ইন্টারনেটে প্রাপ্ত বিভিন্ন তথ্য, জেলা তথ্য বাতায়ন, অনলাইন নিউজ এসবের সাহায্য নিয়েছি। ২। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ: ভ…