শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার নিয়ে ৪৮তম বিশেষ বিসিএস
শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার নিয়ে ৪৮তম বিশেষ বিসিএস 🎓 শুধু MCQ দিয়েই বিসিএস ক্যাডার! | ৪৮তম বিশেষ শিক্ষা ও স্বাস্থ্য বিসিএস – স্বপ্নের সুযোগ বাংলাদেশে বিসিএস ক্যাডার হওয়া মানেই একটি গৌরবজনক সরকারি চাকরি, সামাজিক সম্মান, আর একটি স্থিতিশীল জীবনের পথ। তবে এই স্বপ্নপূরণের যাত্রা অনেক কঠিন ও দীর্ঘ – প্রিলিমিনারি, লিখিত, এবং মৌখিক পরীক্ষার মতো কঠিন ধাপ পেরিয়ে তবেই মেলে কাঙ্ক্ষিত সেই ‘ক্যাডার’ পরিচয়। তবে, বিসিএস পরীক্ষার ইতিহাসে এবার ঘটতে যাচ্ছে এক ব্যতিক্রমী ঘটনা। আসছে ৪৮তম বিশেষ বিসিএস , যেখানে শুধু MCQ এবং ভাইভা দিয়েই আপনি হয়ে উঠতে পারেন বিসিএস ক্যাডার! আর এই সুযোগ মিলছে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে। এটি নিঃসন্দেহে এমন একটি সুযোগ যা অনেক দিন ধরে অপেক্ষমাণ, নিরুৎসাহিত কিংবা বারবার লিখিত পরীক্ষায় আটকে পড়া প্রার্থীদের জন্য গেম চেঞ্জিং হতে পারে। 📰 বিশেষ বিসিএস: কী এবং কেন? বিসিএস এর প্রচলিত কাঠামো তিনটি ধাপে বিভক্ত—
১. প্রিলিমিনারি (MCQ)
২. লিখিত পরীক্ষা
৩. ভাইভা (মৌখিক) কিন্তু বিশেষ বিসিএস মূলত জরুরি জনবল নিয়োগের উদ্দেশ্যে একটি সহজীকৃত কাঠামোতে পরিচালিত হয়। এ ক্ষেত্রে অনেক স…