বিসিএস লিখিত পরীক্ষার জন্যে সবচেয়ে স্মার্ট পরামর্শ

Admin
বিসিএস লিখিত পরীক্ষার জন্যে সবচেয়ে স্মার্ট পরামর্শ
বিসিএস লিখিত পরীক্ষার জন্যে সবচেয়ে স্মার্ট পরামর্শ সফলতার জন্য পরিকল্পনা, কৌশল এবং নিষ্ঠার মেলবন্ধন বিসিএস লিখিত পরীক্ষা শুধুমাত্র পরিশ্রমের নয়, এটি একটি কৌশলনির্ভর যুদ্ধ। এখানে শুধুমাত্র বেশি পড়াই যথেষ্ট নয়, বরং সঠিক টপিক, সময় বণ্টন ও চর্চার ওপর নির্ভর করে আপনি ক্যাডার হতে পারবেন কিনা। 🔹 ১. কৌশলী প্রস্তুতির গুরুত্ব লিখিত পরীক্ষায় এমন কিছু টপিক আছে যা অন্যদের তুলনায় আপনাকে এগিয়ে রাখবে। এসব টপিককে ট্রাম্পকার্ড বলা যায়। যারা এই টপিকগুলোতে গুরুত্ব দেন, তারাই সহজে ভালো নম্বর তুলতে পারেন। 🔸 ২. নম্বর নিশ্চিতকরণ টপিক: গাণিতিক যুক্তি ও বিজ্ঞান গাণিতিক যুক্তি (১০০ নম্বর) এবং বিজ্ঞান (১০০ নম্বর) এমন দুইটি বিষয়ের মধ্যে পড়ে যেগুলোতে পরীক্ষক চাইলেও নম্বর দিতে কারচুপি করতে পারে না। ✅ লক্ষ্যমাত্রা: গণিতে: অন্তত ৮০+ বিজ্ঞানে: অন্তত ৭০+ 👉 এই দুটি বিষয়ের মোট ২০০ নম্বরের মধ্যে ১৫০+ তোলা গেলে আপনি অনেকদূর এগিয়ে থাকবেন। 🔸 ৩. ভাষা ও ব্যাকরণ: নম্বর তুলতে স্বর্গীয় সুযোগ ➤ ইংরেজি: গ্রামার (৩০ নম্বর): ভুল ত্রুটি কম থাকলে ২৫+ সম্ভব। অনুবাদ (৫০ নম্বর): পরিষ্কার অনুবাদ হলে ৪০ পাওয়াও সম্ভব। ➤ বাংলা: সাহিত্য (৩০ নম্বর): সুন্দ…