৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব সাইফুল ইসলামের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব সাইফুল ইসলামের ভাইবা অভিজ্ঞতা
Admin

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব সাইফুল ইসলামের ভাইবা অভিজ্ঞতা 



৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব সাইফুল ইসলামের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব সাইফুল ইসলামের ভাইবা অভিজ্ঞতা 



প্রার্থী: সাইফুল ইসলাম (বিসিএস প্রশাসন ক্যাডার এ সুপারিশ প্রাপ্ত) 
তারিখ:১১ এপ্রিল, ২০২৩
বোর্ডঃ জনাব জাহিদুর রশিদ
সময়ঃ১২-১৩ মিনিট (সবাইকেই ১০-১২/১৩ মিনিট রাখতেছিলেন।
সিরিয়ালঃ ০৫ (০৪ নং সিরিয়ালে যিনি ছিলেন তিনিও আমার গণিত বিভাগের ১২-১৩ সেশনের বড় ভাই)

মন্তব্যঃ মন্তব্য করার মতো পরিস্থিতি নেই, কিছুটা রিজার্ভ ছিলেন, প্রথম প্রশ্নের উত্তরে চেয়ারম্যান স্যার খুশি হয়ে ধন্যবাদ দিয়েছিলেন।

চেয়ারম্যান স্যারঃ

*Standard deviation (২,২ ২) (একটু ট্রিকি)
*কী করেন? 
*কী কী পড়ান(Tuition)
*নৈতিক অবক্ষয় কী?
*সাম্প্রতিক আলোচিত ঘটনা বলুন-২ টা

এক্সটারনাল -০১ঃ

*প্রধানমন্ত্রীর ভাষণের মূল বক্তব্য বলুন।
* পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট সফরের মূল উদ্দেশ্য ও কী কী বিষয় আলোচনা করবে?
*সমুদ্র বন্দর সম্পর্কে বলুন (recent)
*পায়রায় সমুদ্র বন্দরের খনন নিয়ে কী জানেন?
*নারীর ক্ষমতায়নে সরকারের উদ্যোগ গুলো বলুন।
*শিশুদের জন্য সরকারের উদ্যোগ গুলো।
* শিশুদের জন্য কল সেন্টার নিয়ে সম্প্রতি কী আলোচনা
    হচ্ছে 
*Double standard বলতে কী বুঝেন? (যুক্তরাষ্ট্রের উদাহরণ
   দিয়ে-সাম্প্রতিক)

এক্সটারনাল -০২ঃ
*বর্তমান শিক্ষার্থীদের কোয়ালিটির কী অবস্থা, আপনার স্টুডেন্টর পরিপ্রেক্ষিতে উত্তর দিন?
*বর্তমান ও আপনার সময়ের ছাত্রছাত্রীদের পার্থক্য কী কী
*বাসায় শিক্ষক(টিউশন) প্রবণতা কেন বাড়তেছে যুক্তি দিয়ে ইংরেজিতে বলেন।

** ৯০-৯৫% ই আলোচনামূলক
**দুই একটা প্রশ্ন ভুলে যেতে পারি তাই এখানে উল্লেখ করতে
    পারিনি।
**একবার দুঃখিত বলেছি, স্যার আমার জানা নেই।