৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব সাইফুল ইসলামের ভাইবা অভিজ্ঞতা
প্রার্থী: সাইফুল ইসলাম (বিসিএস প্রশাসন ক্যাডার এ সুপারিশ প্রাপ্ত)
তারিখ:১১ এপ্রিল, ২০২৩
বোর্ডঃ জনাব জাহিদুর রশিদ
সময়ঃ১২-১৩ মিনিট (সবাইকেই ১০-১২/১৩ মিনিট রাখতেছিলেন।
সিরিয়ালঃ ০৫ (০৪ নং সিরিয়ালে যিনি ছিলেন তিনিও আমার গণিত বিভাগের ১২-১৩ সেশনের বড় ভাই)
মন্তব্যঃ মন্তব্য করার মতো পরিস্থিতি নেই, কিছুটা রিজার্ভ ছিলেন, প্রথম প্রশ্নের উত্তরে চেয়ারম্যান স্যার খুশি হয়ে ধন্যবাদ দিয়েছিলেন।
চেয়ারম্যান স্যারঃ
*Standard deviation (২,২ ২) (একটু ট্রিকি)
*কী করেন?
*কী কী পড়ান(Tuition)
*নৈতিক অবক্ষয় কী?
*সাম্প্রতিক আলোচিত ঘটনা বলুন-২ টা
এক্সটারনাল -০১ঃ
*প্রধানমন্ত্রীর ভাষণের মূল বক্তব্য বলুন।
* পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট সফরের মূল উদ্দেশ্য ও কী কী বিষয় আলোচনা করবে?
*সমুদ্র বন্দর সম্পর্কে বলুন (recent)
*পায়রায় সমুদ্র বন্দরের খনন নিয়ে কী জানেন?
*নারীর ক্ষমতায়নে সরকারের উদ্যোগ গুলো বলুন।
*শিশুদের জন্য সরকারের উদ্যোগ গুলো।
* শিশুদের জন্য কল সেন্টার নিয়ে সম্প্রতি কী আলোচনা
হচ্ছে
*Double standard বলতে কী বুঝেন? (যুক্তরাষ্ট্রের উদাহরণ
দিয়ে-সাম্প্রতিক)
এক্সটারনাল -০২ঃ
*বর্তমান শিক্ষার্থীদের কোয়ালিটির কী অবস্থা, আপনার স্টুডেন্টর পরিপ্রেক্ষিতে উত্তর দিন?
*বর্তমান ও আপনার সময়ের ছাত্রছাত্রীদের পার্থক্য কী কী
*বাসায় শিক্ষক(টিউশন) প্রবণতা কেন বাড়তেছে যুক্তি দিয়ে ইংরেজিতে বলেন।
** ৯০-৯৫% ই আলোচনামূলক
**দুই একটা প্রশ্ন ভুলে যেতে পারি তাই এখানে উল্লেখ করতে
পারিনি।
**একবার দুঃখিত বলেছি, স্যার আমার জানা নেই।