৪১তম বিসিএস পশুসম্পদ ক্যাডার জনাব শারমিন আলমের ভাইবা অভিজ্ঞতা
নাম: শারমিন আলম
সুপারিশপ্রাপ্ত ক্যাডার: বিসিএস পশুসম্পদ (ভেটেরিনারি সার্জন/বৈজ্ঞানিক কর্মকর্তা/থানা প্রাণিসম্পদ কর্মকর্তা( মেট্রো)/প্রভাষক)
মেধাক্রম:০৯
তারিখ:১৫/০৩/২০২৩
বোর্ড: বিজ্ঞ সদস্য ডাঃ উত্তম কুমার সাহা স্যার
সিরিয়াল :০২
সময়: আনুমানিক ২০ মিনিট
-
-
অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে সালাম দিলাম..চেয়ারম্যান স্যার বললেন আসেন মা আসেন।মাস্ক পরা ছিলো বিধায় স্যার বললেন যদি কোন সমস্যা না থাকে তাহলে মাস্ক টা খুলতে,মাস্ক খোলার পর স্যার বসার অনুমতি দিলেন।আমার ডকুমেন্টস গুলো দেখছিলেন স্যার।
চে: স্যার: আপনার ডিভিএম ডিগ্রি এবং এম এস এর মধ্যে টাইম ডিউরেশন বেশি কেন?
আমি:Answered..
চে: স্যার: আপনার এম এস এর থিসিস টাইটেল টা বলেন?
আমি: Pathological Investigation of the Reproductive diseases of doe in Gazipur District..
চে: স্যার: আপনার এটা কততম বিসিএস?
আমি: স্যার ৩য়
এরপর আগের ২ টা তে কেন টিকি নাই এবং পরের বিসিএস গুলোর কি অবস্থা এগুলো নিয়ে কিছুক্ষণ কথা বললেন।
চে: স্যার: পিএসসি’র সমালোচনা করেন?এটা ভাইবার অংশ না!
আমি: একটু দ্বিধায় পড়ে গেলাম,প্রথমে ভালো দিকগুলো বলতে শুরু করলে স্যার বললেন আপনাকে সমালোচনা করতে বলেছি,আপনি প্রশংসা করছেন কেনো?(এটা নিয়ে কিছুক্ষণ কথা বললেন স্যার,আমি শুধু দীর্ঘসুত্রিতার পয়েন্ট টা মেনশন করেছিলাম)
চে: স্যার: আপনার প্রথম পছন্দ তো ফরেন অ্যাফেয়ার্স..মনে করেন,আপনার একজন বিদেশী বন্ধুকে বাংলাদেশে আসবার নিমন্ত্রণ জানাবেন,সেখানে আমরাও উপস্থিত আছি(এই ফাঁকে জসীমউদ্দিন এর 'নিমন্ত্রণ' কবিতার দুই লাইন আবৃত্তি করলেন স্যার,আমাকে জিগেস করলেন কবিতা টা পড়েছি কিনা!) এরপর এক্স ১ স্যার কে দেখিয়ে বললেন,Now give a speech for 3 minutes on the cultural diversity of Bangladesh?
আমি: নিজের মত করে মোটামুটি গুছিয়ে বলার চেষ্টা করেছি, মাঝপথে থামিনি..৩ মিনিট পার হবার পর চেয়ারম্যান স্যার থামিয়ে দিয়েছেন..
এরপর এক্স ১ স্যারকে প্রশ্ন করতে বললেন।
এক্স ১: বৈদেশিক সম্পর্ক, বিভিন্ন চুক্তি এগুলো কোন মন্ত্রণালয় দেখে?
আমি: ফরেন মিনিস্ট্রি..
এক্স ১: আর?
আমি: স্যার, প্লানিং মিনিস্ট্রি..(এই উত্তর টা উনি নিলেন না)
এক্স ১: বর্ডারে গরু চুরি কোন মন্ত্রণালয় দেখে?
আমি: স্যার, হোম মিনিস্ট্রি.. (উত্তর নিয়েছিলেন কিনা বুঝতে পারিনি)
এবার চেয়ারম্যান স্যার এক্স ২ স্যারকে প্রশ্ন করতে বললেন..
এক্স ২: আপনার ৩য় পছন্দ পুলিশ..পুলিশে কেনো আসতে চান?
আমি: Answered.
এক্স ২: স্পেসিফিক কারণ বলেন?
আমি: Answered..(এটা নিয়ে চেয়ারম্যান স্যার আরো কিছুক্ষণ কথা বললেন)
এক্স ২: আচ্ছা আপনি যে শাড়িটা পরে এসেছেন এটার বিশেষত্ব কি?(আমি জামদানী পরে গিয়েছিলাম)
আমি: স্যার,এটা আমাদের নিজস্ব।
এক্স ২: জামদানীর ইতিহাস বলেন?
আমি: সরি স্যার..
এক্স ২: এটা কি সিল্ক বেইসড নাকি কটন বেইসড?
আমি: স্যার,কটন বেইসড..
এবার চেয়ারম্যান স্যার বললেন আপনার সাবজেক্ট রিলেটেড ক্যাডার আপনার চয়েস লিস্টে শেষের দিকে,তার মানে আপনি নিজের প্রফেশনে থাকতে চান না!মনে হচ্ছে আপনাকে করে মানাবে..কর চয়েস লিস্টের প্রথম দিকেই দেখছি। আচ্ছা বলেন তো, কর ক্যাডারে জয়েনের পর প্রথম পদ কি?
আমি: এই প্রশ্নের উত্তর আমি জানতাম তবে কনফিডেন্স এর ঘাটতি থাকায় ভুল হবার আশংকায় সরি স্যার বলেছি..
চে: স্যার: আচ্ছা অসুবিধা নাই,সব কিছু পারতে হয় না!ঠিক আছে আপনি আসতে পারেন,আপনার ডকুমেন্টস গুলো নিয়ে যান..
-
-
আমি ডকুমেন্টস গুলো নিয়ে সালাম দিয়ে চলে আসলাম..