৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব আহরাব আল আকাশের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব আহরাব আল আকাশের ভাইবা অভিজ্ঞতা
Admin

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব আহরাব আল আকাশের ভাইবা অভিজ্ঞতা


৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব আহরাব আল আকাশের ভাইবা অভিজ্ঞতা




নাম: আহরাব আল আকাশ
সুপারিশপ্রাপ্ত ক্যাডারঃ বিসিএস প্রশাসন 
মেধাক্রম-৩৪

ভাইভার তারিখঃ ২২/০১/২০২৩
বোর্ডঃ ফয়েজ আহমেদ স্যার
সিরিয়ালঃ ১৩ (১৪ জনের মধ্যে)
ভাইভার ধরণঃ বাংলা ও ইংলিশ 
সময়ঃ আনুমানিক ১৫ মিনিট
নিজ সাবজেক্টঃ ইইই
নিজ বিশ্ববিদ্যালয়ঃ ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি (আইইউটি)
পছন্দক্রমঃ পররাষ্ট্র-প্রশাসন-কাস্টমস-.....

কলিং বেল বাজলো।
আমিঃ May I come in Sir?
চেয়ারম্যান স্যারঃ Yes,come in. Take a seat.
আমিঃAssalamu Alaikum Sir. Thank you sir.
চেয়ারম্যান স্যারঃকাগজ দেখে প্রশ্ন বললেন আপনি আহরাব আল আকাশ।তো এখন কি করেন?
আমিঃ স্যার,গ্রাজুয়েশন কমপ্লিট করার পর Huawei জব করতাম।এখন শুধু বিসিএস প্রিপারেশন নিচ্ছি।
>>>External Sir 1:
Ex Sir 1: Do you know about the Fourth Industrial Revolution?
Me: Yes Sir.
Ex Sir 1: What are the challenges Bangladesh will face in the next 10 years due to this?
Me: Sir,there will be many problems like unemployment problems,lack of skills (এটুকু বলার পর নার্ভাস হওয়ার কারণে অনেক চেষ্টা করেও কিছু মনে করতে পারিনি।)
Ex Sir 1: What are other challenges?
Me: Sorry sir,I cannot recall now.
চেয়ারম্যান স্যারঃ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের মুক্তিসংগ্রামের ধাপগুলা বলুন।
আমিঃ (আমি প্রধান ৭ টি ধাপ সিরিয়ালি বলতে শুরু করলাম) …..১৯৫২ এর ভাষা আন্দোলন,১৯৫৪ এর যুক্ত ফ্রন্ট নির্বাচন,১৯৫৬ এর শাসনতান্ত্রিক আন্দোলন,১৯৬২ এর শিক্ষা আন্দোলন……এটুকু বলার পর স্যার প্রশ্ন করলেন।
চেয়ারম্যান স্যারঃ৬২ এর শিক্ষা আন্দোলনের  সম্পর্কে বলো।
আমিঃ ১৯৬২ সালে শরিফ শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে ছাত্ররা।এই আন্দোলনে শিক্ষা কমিশনে বলা হয়েছিল- i.অবৈতনিক শিক্ষাবে অবাস্তব বলা হয় ii.শিক্ষার ব্যয় বৃদ্ধি করা হয় iii.উর্দু ভাষাকে সর্বজনীন করা হয় iv.মাধ্যমিক স্তরে ইংরেজি শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়।
 চেয়ারম্যান স্যারঃকোন মাধ্যমিক? নিম্ন মাধ্যমিক নাকি মাধ্যমিক নাকি উচ্চ মাধ্যমিক?
আমিঃ স্যার,নিম্ন মাধ্যমিক।
চেয়ারম্যান স্যারঃনিম্ন মাধ্যমিক মানে কোন ক্লাস? ক্লাস সিক্স নাকি এইট?
আমিঃ দুঃখিত স্যার,এই মুহুর্তে মনে আসতেছে না।সম্ভবত ক্লাস সিক্স।
চেয়ারম্যান স্যারঃআচ্ছা, পরের ধাপ গুলো বলো….
আমিঃ ১৯৬৬ সালে বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন,১৯৬৯ এর গণ অভ্যুত্থান…. (যেহেতু প্রধান ৭ টি ধাপ বলতেছিলাম তাই আগরতলা ষড়যন্ত্র মামলার কথা মনে থাকলেও উল্লেখ করিনি কিন্তু স্যার থামিয়ে সেখান থেকেই প্রশ্ন করলেন)
চেয়ারম্যান স্যারঃআগরতলা ষড়যন্ত্র মামলা আছে না?
আমিঃ দুঃখিত স্যার,১৯৬৮ সালের আগরতলা ষড়যন্ত্র মামলা,১৯৬৯ সালের গ্ণ-অভ্যুত্থান,১৯৭০ এর নির্বাচন,১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ। 
চেয়ারম্যান স্যারঃআগরতলা ষড়যন্ত্র মামলার কয়েকজন আসামির নাম বলো ।
আমিঃ স্যার,১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয়।এই মামলার প্রধান আসামি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, লেফ কমান্ডার মোয়াজ্জেম হোসেন, সার্জেন্ট জহুরুল হক,ক্যাপ্টেন শওকত আলী…সিএসপি অফিসার রুহুল কুদ্দুস (আর কারো নাম না থাকায় চুপ করে ছিলাম)
চেয়ারম্যান স্যারঃমোট আসামি কতজন ছিল?
আমিঃ স্যার,৩৫ জন।
চেয়ারম্যান স্যারঃমোট আসামি ৩৫ জন আর তুমি মাত্র ৪-৫ টা বললা!
আমিঃ দুঃখিত স্যার,এই মুহুর্তে মনে পড়ছে না।
চেয়ারম্যান স্যারঃতোমার বাসা তো ঝিনাইদহ?
আমিঃ জি স্যার।
চেয়ারম্যান স্যারঃআগরতলা মামলার একজন আসামি বৃহত্তর যশোর অঞ্চলের ছিলেন। তার নাম বলতে পারবা?
আমিঃ দুঃখিত স্যার,নাম জানা নেই।

>>>External Sir 1:
Ex Sir 1:Do you know about the current financial crisis?
Me: Yes sir.
Ex Sir 1: What are the steps taken by govt to control this?
Me: আমি বললাম।
Ex Sir 1: Do Bangladesh Bank have taken any measures?
Me: Yes sir, Bangladesh Bank has adopted a new monetary policy.
Ex Sir 1: Mention some features of the policy.
Me: আমি যেগুলা মনে ছিল বললাম।
Ex Sir 1: What about general people?
Me: Sir,consumer loans have been increased from 9 to 12%. 
Ex Sir 1: I am talking about general people.
Me: Sorry Sir. ( স্যার আসলে কি জানতে চাচ্ছে বুঝতে পারিনি।পরে বাসায় এসেও এই রিলেটেড কিছু পাইনি।তাই সরি স্যার বলেছিলাম।)

>>>External Sir 2(Female): 
Ex Sir 2: You have graduated from IUT ,right?
Me: Yes sir.
Ex Sir 2:: Your 1st choice is BCS Foreign Affairs?
Me: Yes sir.
Ex Sir 2:: Why will we select you as a diplomat?Tell us…
Me: বললাম।
Sir:  Do you sing or recite ?
Me: No sir. I was more involved in games & sports in my college & varsity life.

চেয়ারম্যান স্যারঃ ঠিক আছে তুমি আসতে পারো।
আমিঃ ধন্যবাদ স্যার।

আমি এরপর ফাইলগুলো নিয়ে বের হয়ে এলাম।যেহেতু আমার ১ম বিসিএস ভাইভা ছিল,তাই স্বভাবতই নার্ভাস ছিলাম শুরুর দিকে।আর যেটা রিয়েলাইজ করেছি ভাইভার সিরিয়াল শুরুর দিকে থাকাটাই বেটার।শেষে থাকলে আগের সিরিয়ালের ভাইভা প্রার্থী পরবর্তী প্রার্থীদেরকে স্বভাবতই বিচলিত করে দেয়। বোর্ড ফ্রেন্ডলি ছিল বাট সিরিয়াল শেষদিকে হওয়ার কারণে খুব বেশি সময় নিয়ে প্রশ্ন করার সুযোগ পায়নি। ভাইভা দিয়ে মন খারাপ ছিল যেহেতু শুরুর দিকে নার্ভাস ছিলাম কিছুটা এবং কিছু প্রশ্ন(যদিও কঠিন ছিল) পারিনি। সকল প্রশংসা মহান আল্লাহ তা’আলার। ওনার অশেষ রহমতের কারণেই এতো সফল হয়েছি।