৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারে চতুর্থ জনাব ফয়েজুর রহমান ফয়েজের ভাইবা অভিজ্ঞতা
৪১ তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা
ভাইভার তারিখ : ১৫/০১/২০২৩
বোর্ড : ডা.উত্তম কুমার সাহা
ভাইভার ধরণ : বাংলা
সময় : আনুমানিক ১৫ মিনিট
নিজ সাবজেক্ট : BSC(WET PROCESSING ENGINEERING), BUTEX
পছন্দক্রম :প্রশাসন,কাস্টমস,ট্যাক্স,অডিট,আনসার......
সুপারিশপ্রাপ্ত ক্যাডার : বিসিএস (প্রশাসন )
মেধাক্রম:চতুর্থ
দরজা ঠেলে অনুমতি নিয়ে প্রবেশ করলাম। কাছে গিয়ে সালাম দিলাম।
চেয়ারম্যান স্যার ঃ
আপনিও তো টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছেন,কিন্তু আপনি তো অনেক জুনিয়র (আমার আগের জন আমার ভার্সিটির বড় ভাই ছিলেন)।এইবার চেয়ারম্যান স্যার নিজেই বললেন জেলা কুষ্টিয়া, অনেক পাওয়ারফুল এলাকা হতে এসেছেন।আমি জ্বী স্যার বললে উনি বসতে বললেন এবং মাস্ক খুলতে বললেন। তারপর উনি নিজেই আমার চয়েজ লিস্ট পড়লেন।
চেয়ারম্যান :প্রশাসনে কেন আসতে চান?
আমি:স্যার জনসেবা করতে চাই(এই প্রশ্নের উত্তর গুছিয়ে গেলেও একটু নার্ভাস থাকাই গুলিয়ে ফেললাম,আর আমার পুরা ভাইভা জনসেবাময় হয়ে গেলো) বলার সাথে সাথে চেয়ারম্যান স্যার থামিয়ে দিলেন।
চেয়ারম্যান :জনসেবা করতে চান তাহলে রাজনীতিবিদ হননি কেনো? প্রশাসনে থেকে জনসেবা করতে হলে তো রাজনীতিবিদদের তৈরী করা আইন দিয়ে করতে হবে।নিজের ইচ্ছামত কিছু করতে পারবেন না।
আমি:স্যার আমি রাজনীতিবিদ হওয়া অপেক্ষা প্রশাসনের মাধ্যমে জনসেবা কে গুরুত্ব দিয়েছি সুতরাং প্রশাসনে আসতে চাই।
চেয়ারম্যান :সত্যি কথাটা বলেন যে আপনি রিস্ক নিতে চাননি।
আমি:জ্বী স্যার বলে বিষয়টি আর সামনে নিতে চাইনি।
চেয়ারম্যান :টেক্সটাইল খাতের বর্তমান চ্যালেঞ্জ গুলো কি কি?
আমি উত্তর করলাম।
চেয়ারম্যান স্যার এইবার এক্সটার্নাল স্যার ১ কে প্রশ্ন করতে বললেন।
এক্সটার্নাল ১:সরকার কি কাজ করে,আপনি নিয়োগ পেলে সরকারের জন্য কি কি কাজ করবেন?
আমি:সরকারের ৩টি বিভাগ বলাতে স্যার সেগুলো ডিটেইলস বলতে বললেন। আমি বললাম এবং একজন সহকারী কমিশনার এর কাজ কি কি গুছিয়ে বললাম।
এক্সটার্নাল ১:আইন ও বিধি এর মধ্যে পার্থক্য কি?
আমি:উত্তর করলাম।
এক্সটার্নাল ১:বর্তমানে দেশে কেউ দশ তলায় আর কেউ গাছ তলায় বাস করছে,এই বৈষম্য দূর করতে সরকার কি কি করছে?
আমি:প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, কাবিখা,কাবিটা,আশ্রয়ন প্রকল্প এসব বললেও উনি সন্তুষ্ট হননি।
এক্সটার্নাল ২ স্যারকে প্রশ্ন করতে বললেন।
এক্সটার্নাল ২:স্মার্ট বাংলাদেশ নাম শুনছেন? আমি জ্বী স্যার বলাতে এর উপাদান গুলো বলতে বললেন।আমি উত্তর করলে স্মার্ট সিটিজেন কি জানতে চাইলেন।
আমি:গুছিয়ে উত্তর করলাম।
এক্সটার্নাল ২:চতুর্থ শিল্পবিপ্লব কি?
আমি:১ম শিল্পবিপ্লব হতে বলা শুরু করলে উনি বললেন আমরা এগুলো জানি,আপনি যা জানতে চাওয়া হয়েছে তাই বলুন।
আমি:চতুর্থ শিল্পবিপ্লব বুঝিয়ে বললাম।
এক্সটার্নাল ২:এর উপাদান গুলো কি কি?
আমি:আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ইন্টারনেট অব থিং'স,3D প্রিন্টিং বললাম।
এক্সটার্নাল ২:ইন্টারনেট অব থিং'স এর একটা বাস্তব উদাহরণ দিন।
আমি:ম্যাসেঞ্জারের চ্যাট এর অটোমেটিক রিপ্লাই সিস্টেমের কথা বললে উনি বললেন এটা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর উদাহরণ, তখন আমি অফিস অটোমেশন উত্তর করেছিলাম।
এক্সটার্নাল ২:চতুর্থ শিল্পবিপ্লব এর ফলে টেক্সটাইল এর ভবিষ্যৎ কেমন হবে?
আমি:উত্তর করলাম।
এইবার চেয়ারম্যান স্যার নিলেন আবার।
চেয়ারম্যান :আপনি ইংরেজিতে কেমন একটু পরীক্ষা করা দরকার।আমি একটা টপিক বলবো আপনি ৫মিনিট বলবেন এর উপর।
অনেক বড় একটা টপিক বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এর উপর
আমি:আস্তে আস্তে গুছিয়ে ৩ মিনিট বলার পরে চেয়ারম্যান স্যার বললেন ঠিক আছে।
চেয়ারম্যান :যদি আপনাকে প্রশাসন না দিয়ে অডিট দেওয়া হয় তাহলে কিভাবে জনসেবা করবেন?(আবার জনসেবার আগমন)
আমি:উত্তর করলাম উনি নিলেন না।
চেয়ারম্যান :আচ্ছা কাস্টমস দেওয়া হলে কিভাবে জনসেবা করবেন?
আমি:গুছিয়ে বললেও চেয়ারম্যান স্যার,এক্সটার্নাল কেউ খুশি না।
চেয়ারম্যান স্যার আবার চয়েজ লিস্ট দেখে বললেন : জনসেবা করতে চান তাহলে পুলিশ চয়েজ দেননি কেনো?
আমি গুছিয়ে উত্তর করলাম।
চেয়ারম্যান :আচ্ছা পুলিশ চয়েজ দেননি তাহলে আনসার দিয়েছেন কেনো দুটো তো একই রকম।
আমি:স্যার এইটা আমার প্রথম বিসিএস। এপ্লাই করেছি এপিয়ার্ড দিয়ে তাই ক্যাডারগুলো সম্পর্কে ভালভাবে জানা ছিলো না।একজন বড় ভাই সাজিয়ে দিয়েছেন সেভাবেই দিয়েছি।
চেয়ারম্যান :আচ্ছা ঠিক আছে,আপনি তাহলে আসুন।
এক্সটার্নাল ২ স্যার হতে পেপারস নিতে গেলে উনি ধন্যবাদ জানালেন।আমি সবাইকে সালাম দিয়ে সাবধানে রুম হতে বের হয়ে আসলাম।
বি.দ্র ঃ ভাইভা বোর্ড খুবই আন্তরিক ছিলো ❤️। আমি প্রথমে একটু নার্ভাস থাকলেও ভিতরে গিয়ে স্যারদের কথাবার্তায় আমি খুবই সাচ্ছন্দ্যবোধ করি।সবশেষ ভাইভা অনেকটা ভাগ্যের খেলা হলেও নিজের কনফিডেন্সের মাধ্যমে ভালো ভাইভা দেওয়া সম্ভব।স্মার্ট ভাবে হাসিমুখে দুঃখিত বলতে পারাটাও অনেক বড় যোগ্যতা। সবার জন্য শুভকামনা।
মোঃফয়েজুর রহমান ফয়েজ
বিসিএস প্রশাসন( সুপারিশপ্রাপ্ত)
মেধাক্রম:০৪
৪১ তম বিসিএস