৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা
Admin

৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা


৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস তথ্য ক্যাডার জনাব মাসুদের ভাইবা অভিজ্ঞতা


নাম: মাসুদ (তথ্য ক্যাডারে সুপারিশ প্রাপ্ত)
তারিখ: ১০-০৫-২০২৩ ইং
বোর্ড : এস.এম গোলাম ফারুক স্যার 
সিরিয়াল: ১ম, সময়: ১৭-১৮মিনিট

অনুমতি নিয়ে সালাম দিয়ে বসার পর #চেয়ারম্যান স্যার :
- আপনি তো এপিয়ার্ড দিয়ে এপ্লাই করেছেন, পরীক্ষা কবে শেষ হয়েছে? 
- এখন কি করছেন?
- আপনি প্রশাসন, কাস্টমস, ট্যাক্স, অডিট চয়েস দিয়েছেন, আচ্ছা বলুন তো, বাংলাদেশ কততম অর্থনীতির দেশ?
-২০৩০ সালে কততম হবে? (সরি বলেছি) 
- কর-জিডিপি অনুপাত কত?
-কিভাবে এটা বাড়ানো যায়?
-আমাদের ঋণ-জিডিপি অনুপাত কত? (সরি বলেছি) 
-What is NIS? 
-What is good governance? 
-এর উপাদান কি কি? 

#এক্স-১ (স্যার):
-What is LC? (যেহেতু একটু আগে অর্থনীতি নিয়ে আলোচনা হচ্ছিল) 
- ব্লু ইকোনমি কি?
-ব্লু ইকোনমি ও বায়োটেকনোলজি এর মধ্যে পার্থক্য কি?
-বায়োটেকনোলজিতে আপনার পঠিত বিষয়ের জ্ঞান কিভাবে কাজে লাগাবেন? 
-ইকোসিস্টেম কি?
-একটি পুকুরের ইকোসিস্টেমে উৎপাদক কে? 
-বর্তমানে জলবায়ু পরিবর্তন নিয়ে এতো কথা হচ্ছে কেন?
-বর্তমানে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? (গতানুগতিক কারণগুলো বলতে শুরু করায়) প্রশ্ন, 
-সম্প্রতি ৩/৪দিন এর মধ্যে তাপমাত্রা বৃদ্ধির কারণ কি? (আমি বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি বলেছি)
-চন্দ্রগ্রহণ এর নাম শুনেছেন? (আমি চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী চলে আসা- বলেছিলাম, জানি না সঠিক কি না)

#এক্স-২ (স্যার) :
-মাননীয় প্রধানমন্ত্রী তো দেশে ফিরে এসেছেন। উনি বিশ্বব্যাংকের সাথে বৈঠক করেছেন, জানেন?
-ঋণ কত দিচ্ছে? কোন কোন খাত (৫টার মধ্যে ৩টা বলেছিলাম?
-আমাদের দেশে এফডিআই আনার ক্ষেত্রে বাধা কি কি? (এখানে ৪নং বাধা হিসেবে অবকাঠামো দূর্বলতা বলায় স্যার পেঁচিয়েছে। পরে ব্যাখ্যায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রসঙ্গ নিয়ে আসায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও সর্বোচ্চ উৎপাদন কত ধরেছিল?- উনি এফডিআই এর সাথে জিডিপি নিয়ে আরো একটা প্রশ্ন ধরেছিল- সঠিক মনে করতে পারছি না।)
-বর্তমান বাজেট? মূল্যস্ফীতি? 
-সব মূল্যস্ফীতিই কি অর্থনীতির জন্য খারাপ? 
-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ কি কি?
-রিপো রেট, রিভার্স রিপো রেট বলতে কি বুঝেন?
-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আর কি কি করা যায়? (মুদ্রা সরবরাহ কমানো, উৎপাদন বাড়ানো - বলার পর আর মাথায় আসছিল না, কিন্তু স্যার বলছিল আর কি করা যায়, স্যার আরো শুনতে চাচ্ছিল - পরে সরি বলেছি) 

এরপর এক্স-২ স্যার চেয়ারম্যান স্যারকে বলতেছিল ডিপার্টমেন্ট, অর্থনীতি তো হলো,আমি কি অন্য দিকে যাবো স্যার? চেয়ারম্যান স্যার বলে, না না, সময় শেষ ওকে ছেড়ে দেন। এক্স-২ স্যার এর কাছ থেকে কাগজ নিয়ে ধন্যবাদ ও সালাম দিয়ে প্রস্থান। 

এক এ তো বিসিএসে প্রথম ভাইভা, তার উপর সিরিয়াল প্রথম, তাই কিছুটা নার্ভাসনেস কাজ করেছিল। স্যাররা অমায়িক ছিল এবং পূর্ববর্তী প্রশ্নের সুত্র ধরে পরবর্তী প্রশ্ন করেছিল কয়েকটা। কোনো প্রশ্নের উত্তরে বলেন নি, আপনি কি শিউর? তাই ভুল না ঠিক বলছি এটা জাজ করা যায় নি। একদম রোবট টাইপের। আমি প্রথম সিরিয়ালে থাকায় চেয়ারম্যান স্যার এর মুখে তখনো মাস্ক ছিল। সব মিলিয়ে এক মিশ্র অভিজ্ঞতা। 
- এছাড়া মুক্তিযুদ্ধ, নিজ জেলা থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে নি।