৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব পারভেজের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব পারভেজের ভাইবা অভিজ্ঞতা
Admin

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব পারভেজের ভাইবা অভিজ্ঞতা

৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব পারভেজের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব পারভেজের ভাইবা অভিজ্ঞতা


#৪১_তম_ভাইবা_অভিজ্ঞতা 
বোর্ড:মোছাম্মৎ নাজামানারা খাতুন।(নতুন সদস্য)
তাং: ২৯/৫/২৩   সময়: ২০ মিনিট(আনুমানিক) 
নামঃ মোঃ পারভেজ 
সুপারিশপ্রাপ্ত ক্যাডারঃ বিসিএস (প্রশাসন) 

চেয়ারম্যান : আপনার জেলার জেলা ব্রান্ডিং কী?আপনার জেলার ২ টা বিখ্যাত পন্যের নাম বলুন।
উত্তর : আমার জেলার জেলা ব্রান্ডিং হচ্ছে "পঞ্চ নদীর মুহুরী বাধ,ফেনী জেলার আশীর্বাদ।। দুটি বিখ্যাত পন্য হচ্ছে খন্ডলের মিষ্টি এবং মহিষের দুধের ঘি।
চেয়ারম্যান :স্থানীয় সরকার কী?
উত্তর ঃ স্থানীয় জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত সরকার হচ্ছে স্থানীয় সরকার। 
চে: স্থানীয় সরকার এর প্রকারভেদ
উত্তর ঃ স্যার,স্থানীয় সরকার ২ প্রকার।গ্রাম ভিত্তিক ও শহর ভিত্তিক। গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার এর মধ্যে আছে ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এবং শহর ভিত্তিক স্থানীয় সরকার এর মধ্যে আছে পৌরসভা ও সিটি কর্পোরেশন। 
চে:ইউনিয়ন পরিষদ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টা কাজ কী কী?
উত্তরঃ স্যার,জন্ম নিবন্ধন সনদ ও মৃত্যু সনদ প্রদান।।আরেকটা পারি নি।
চে:জন্ম নিবন্ধন দিবস কবে? ইউনিয়ন পরিষদে এ দিবসে অনুষ্ঠান করা হয়,দেখেছি কি না?
উত্তর ঃ স্যরি স্যার,আমার জানা নেই।
চেয়ারম্যানঃ গ্রামে ছিলেন না মনে হয়?
উত্তরঃ জ্বী স্যার।গ্রামে থাকা হয় নি।
চে:ইউনিয়ন পরিষদের নারী সদস্য কয় জন? নারী সদস্য রা কি সরাসরি ভোটে নির্বাচিত হতে পারেন?
উত্তরঃ স্যার, ৩ জন নারী সদস্য থাকেন।।সরাসরি ভোটের মাধ্যমে ও নারী সদস্য নির্বাচিত হতে পারেন।
চে: ইউনিয়ন পরিষদের বিচারিক ক্ষমতা আছে কি না?সেটি কোন আদালত? 
উত্তরঃ বিচারিক ক্ষমতা রয়েছে।সেই আদালত এর নাম গ্রাম আদালত। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর নেতৃত্বে এটি পরিচালিত হয়।
চে:গ্রাম আদালত আইন কত সালের?
উত্তরঃ স্যরি স্যার,আমার জানা নেই।
সদস্য-১:বাংলাদেশ ও ভারতের সরকার ব্যাবস্থার মধ্যে কোন পার্থক্য আছে কি না?
উত্তরঃ জ্বী স্যার।বাংলাদেশের সরকার ব্যাবস্থা এককেন্দ্রিক এবং ভারত হচ্ছে ফেডারেল রাষ্ট্র। যেখানে, প্রাদেশিক সরকার ব্যাবস্থা বিদ্যমান।
স-১:ভারতের সংসদের উচ্চ সভার নাম কি?
উত্তরঃ ভুলে লোকসভা বলেছি,স্যার মাথা ঝাকানোতে সাথে সাথে সংশোধন করে রাজ্যসভা বলেছি।
স-১:ভারতে প্রেসিডেন্ট নির্বাচন এ কারা ভোট দেয়?
উত্তরঃ পার্লামেন্ট সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচন করেন।।
স-১: তখন স্যার বললেন,শুধু পার্লামেন্ট সদস্যরাই নয়,আরো অনেকেই ভোট দেয়।জানি কি না?
উত্তরঃআমি স্যরি বললাম
স: ভারতের প্রেসিডেন্ট কে?
উত্তরঃ ভারতের প্রেসিডেন্ট হচ্ছেন দ্রৌপদী মুর্মু।
স:তিনি কোন সম্প্রদায়ের? 
উত্তরঃ তিনি সাওতাল সম্প্রদায়ের। 
স:সাওতাল সম্প্রদায় বাংলাদেশের কোথায় থাকে?
উত্তর : সাওতাল সম্প্রদায় বাংলাদেশের রাজশাহী ও রংপুর বিভাগের জেলা গুলোতে থাকে।
স:সাওতাল বিদ্রোহ কবে হয়?এর নেতৃত্বে কারা ছিলেন?
উত্তর : স্যরি স্যার,আমার জানা নেই।।তখন স্যার এ  চেয়ারম্যান স্যারকে বললেন অনেক আগের ঘটনা তো,না পারারই কথা।
স:১৯৭২ সালে  দেশে জনসংখ্যা ছিলো ৭ কোটি,আর এখন প্রায় ১৭ কোটি।।অন্যদিকে চাষের জমিও হ্রাস পাচ্ছে।।কিন্তু তখন দেশে খাদ্য সংকট হলেও এখন স্বয়ংসম্পূর্ণ। এর পেছনে কারিগর কারা?এই সংকট তারা কিভাবে দূর করেছেন?
উত্তর: স্যার,এর পেছনে প্রধান কারিগর হচ্ছেন আমাদের দেশের কৃষি বিজ্ঞানীরা।।বিজ্ঞানীরা বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল জাত আবিষ্কার করেন,যেগুলোর ফলন কয়েকগুণ বেশি।তাছাড়া, খরা সহিষ্ণু, বন্যা সহিষ্ণু, লবনাক্ত সহিষ্ণু জাত আবিষ্কার করেন,যার ফলে অনেক অনাবাদি জমি এখন চাষের আওতায় এসেছে।ফলে ফসল উতপাদন অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।
স-১:কয়েকটি প্রতিষ্ঠান এর নাম বলুন যারা এই খাতে কাজ করছে?
উত্তর : BADC,BRRI,BINA,SRDI।  BARI এর কথা ভুলে গিয়েছিলাম। 
স-১: সম্প্রতি উদ্ভাবিত ধানের জাতের নাম কি? 
উত্তর : পারি নি উত্তর করতে।
সদস্য -২:BOD & COD full form and definition 
উত্তর : BOD এর পূর্ণরুপ হচ্ছে Biochemical Oxygen demand.. পানিতে থাকা জৈব পদার্থ জারিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগে,তার মাত্রা হচ্ছে BOD...
এবং COD এএ পূর্ণরূপ হচ্ছে Chemical Oxygen Demand.. পানিতে থাকা রাসায়নিক পদার্থ জারিত করতে যে পরিমাণ অক্সিজেন লাগে, তার মাত্রা হচ্ছে COD..
সদস্য : pH এর full form and definition 
উত্তর : pH এর পূর্ণ রূপ হচ্ছে puissance de hydrogen...  pH is the negative logarithm of hydrogen ion concentration.. 
স: যদি একটা মাটির pH ৮ এবং অন্যটার ৯ হয়,তাহলে  কোনটাতে H+ আয়ন বেশি থাকবে? এর কারণ কী?
উত্তর : যে মাটির  pH ৮,তাতে হাইড্রোজেন আয়ন এর ঘনত্ব বেশি হবে।।কারণ,  negative logarithm হওয়ার কারণে hydrogen ion concentration যত বাড়বে,ব্যাস্তানুপাতে pH এর মান কমবে।  
স:কার্বন ট্রেডিং কি?
উত্তর ঃ স্যার,বর্তমান বিশ্বে প্রতিটি দেশ কি পরিমাণ এ কার্বন ব্যাবহার  করতে পারবে,তার পরিমাণ নির্দিষ্ট করা আছে।ফলে কোন দেশ যদি সেই লিমিট এর বেশি ব্যাবহার করতে চায়,তাহলে সে অর্থের বিনিময়ে অন্য কোন কম কার্বন ব্যাবহার কারী দেশ হতে তার ভাগের অংশটুকুর অধিকার নিয়ে নেয়।এটাই কার্বন ট্রেডিং।  
স: প্রাইমারি এনার্জি কী?
উত্তর :স্যরি স্যার, আমার জানা নেই এটি।
স: চেয়ারম্যান স্যারকে উদ্দেশ্য করে,স্যার এবার ছেড়ে দেই?
চেয়ারম্যান: ঠিক আছে আপনি আসুন।
উ: ধন্যবাদ স্যার।

প্রথম বিসিএস ভাইবা( এপিয়ার্ড)।বোর্ড অনেক ফ্রেন্ডলি ছিলো।