৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব পারভেজের ভাইবা অভিজ্ঞতা
৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার জনাব পারভেজের ভাইবা অভিজ্ঞতা #৪১_তম_ভাইবা_অভিজ্ঞতা বোর্ড:মোছাম্মৎ নাজামানারা খাতুন।(নতুন সদস্য) তাং: ২৯/৫/২৩ সময়: ২০ মিনিট(আনুমানিক) নামঃ মোঃ পারভেজ সুপারিশপ্রাপ্ত ক্যাডারঃ বিসিএস (প্রশাসন) চেয়ারম্যান : আপনার জেলার জেলা ব্রান্ডিং কী?আপনার জেলার ২ টা বিখ্যাত পন্যের নাম বলুন। উত্তর : আমার জেলার জেলা ব্রান্ডিং হচ্ছে "পঞ্চ নদীর মুহুরী বাধ,ফেনী জেলার আশীর্বাদ।। দুটি বিখ্যাত পন্য হচ্ছে খন্ডলের মিষ্টি এবং মহিষের দুধের ঘি। চেয়ারম্যান :স্থানীয় সরকার কী? উত্তর ঃ স্থানীয় জনগণ দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত সরকার হচ্ছে স্থানীয় সরকার। চে: স্থানীয় সরকার এর প্রকারভেদ উত্তর ঃ স্যার,স্থানীয় সরকার ২ প্রকার।গ্রাম ভিত্তিক ও শহর ভিত্তিক। গ্রাম ভিত্তিক স্থানীয় সরকার এর মধ্যে আছে ইউনিয়ন পরিষদ,উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এবং শহর ভিত্তিক স্থানীয় সরকার এর মধ্যে আছে পৌরসভা ও সিটি কর্পোরেশন। চে:ইউনিয়ন পরিষদ এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টা কাজ কী কী? উত্তরঃ স্যার,জন্ম নিবন্ধন সনদ ও মৃত্যু সনদ প্রদান।।আরেকটা পারি নি। চে:জন্ম নিবন্ধন দিবস কবে? ইউনিয়ন পরিষদে এ দিবসে অনুষ্ঠান কর…